শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি নির্দেশে সারাদেশে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কাজ করেছে সশস্ত্র বাহিনী

আনিস তপন : [২] মঙ্গলবার দুপুরে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আইএসপিআর এর পরিচালক লে. কর্ণেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ, সিভিল সার্জনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে সশস্ত্র বাহিনীর এড়িয়া কমান্ডারগণ।

[৩] সরকারি নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম নিয়েছে বা নেয়া হবে তার যথাযথ বাস্তবায়নে ভূমিকা রাখবে সশস্ত্র বাহিনী।

[৫] স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করে সব লেভেলের কমান্ডারগণ (ব্রিগেড কমান্ডার/ইউনিট কমান্ডার) করোনা পরিস্থিতিসহ কোয়ারেন্টাইনের জন্য চিহ্নিত ব্যক্তির সর্বশেষ অবস্থানসহ বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করবেন। সব পর্যবেক্ষণ, কার্যক্রম ও পরিকল্পনা সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।

[৬] ইতোমধ্যে জেলা পর্যায়ে করোনা পরিস্থিতি নিয়ে যে ধারণাপত্র তৈরি করা হয়েছে বা যেসব প্রস্তুতি নিয়েছেন সেখানে কোন জায়গায় সশস্ত্র বাহিনী কিভাবে সাহায্য করতে পারে তা চিহ্নিত করে সহায়তার বিষয়টি নিশ্চিত করা।

[৭] স্থানীয় প্রশাসন সেলফ কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পেরেছে কি না বা স্থানীয় প্রশাসনের মনিটরিং কতটুকু কার্যকর সেসব দেখা হবে।

[৮] বাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র দলের সমন্বয়ে কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করা হবে।

[৯] সশস্ত্র বাহিনীর বিমান বাহিনী মেডিকেল সাপোর্টের জন্য প্রস্তুত থাকবে আর নৌ বাহিনী উপক‚লীয় এলাকায় করোনা ভাইরাসের বিস্তার রোধে কাজ করবে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়