শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি নির্দেশে সারাদেশে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কাজ করেছে সশস্ত্র বাহিনী

আনিস তপন : [২] মঙ্গলবার দুপুরে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আইএসপিআর এর পরিচালক লে. কর্ণেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ, সিভিল সার্জনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে সশস্ত্র বাহিনীর এড়িয়া কমান্ডারগণ।

[৩] সরকারি নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম নিয়েছে বা নেয়া হবে তার যথাযথ বাস্তবায়নে ভূমিকা রাখবে সশস্ত্র বাহিনী।

[৫] স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করে সব লেভেলের কমান্ডারগণ (ব্রিগেড কমান্ডার/ইউনিট কমান্ডার) করোনা পরিস্থিতিসহ কোয়ারেন্টাইনের জন্য চিহ্নিত ব্যক্তির সর্বশেষ অবস্থানসহ বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করবেন। সব পর্যবেক্ষণ, কার্যক্রম ও পরিকল্পনা সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।

[৬] ইতোমধ্যে জেলা পর্যায়ে করোনা পরিস্থিতি নিয়ে যে ধারণাপত্র তৈরি করা হয়েছে বা যেসব প্রস্তুতি নিয়েছেন সেখানে কোন জায়গায় সশস্ত্র বাহিনী কিভাবে সাহায্য করতে পারে তা চিহ্নিত করে সহায়তার বিষয়টি নিশ্চিত করা।

[৭] স্থানীয় প্রশাসন সেলফ কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পেরেছে কি না বা স্থানীয় প্রশাসনের মনিটরিং কতটুকু কার্যকর সেসব দেখা হবে।

[৮] বাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র দলের সমন্বয়ে কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করা হবে।

[৯] সশস্ত্র বাহিনীর বিমান বাহিনী মেডিকেল সাপোর্টের জন্য প্রস্তুত থাকবে আর নৌ বাহিনী উপক‚লীয় এলাকায় করোনা ভাইরাসের বিস্তার রোধে কাজ করবে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়