শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি নির্দেশে সারাদেশে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কাজ করেছে সশস্ত্র বাহিনী

আনিস তপন : [২] মঙ্গলবার দুপুরে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আইএসপিআর এর পরিচালক লে. কর্ণেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ, সিভিল সার্জনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে সশস্ত্র বাহিনীর এড়িয়া কমান্ডারগণ।

[৩] সরকারি নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম নিয়েছে বা নেয়া হবে তার যথাযথ বাস্তবায়নে ভূমিকা রাখবে সশস্ত্র বাহিনী।

[৫] স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করে সব লেভেলের কমান্ডারগণ (ব্রিগেড কমান্ডার/ইউনিট কমান্ডার) করোনা পরিস্থিতিসহ কোয়ারেন্টাইনের জন্য চিহ্নিত ব্যক্তির সর্বশেষ অবস্থানসহ বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করবেন। সব পর্যবেক্ষণ, কার্যক্রম ও পরিকল্পনা সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।

[৬] ইতোমধ্যে জেলা পর্যায়ে করোনা পরিস্থিতি নিয়ে যে ধারণাপত্র তৈরি করা হয়েছে বা যেসব প্রস্তুতি নিয়েছেন সেখানে কোন জায়গায় সশস্ত্র বাহিনী কিভাবে সাহায্য করতে পারে তা চিহ্নিত করে সহায়তার বিষয়টি নিশ্চিত করা।

[৭] স্থানীয় প্রশাসন সেলফ কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পেরেছে কি না বা স্থানীয় প্রশাসনের মনিটরিং কতটুকু কার্যকর সেসব দেখা হবে।

[৮] বাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র দলের সমন্বয়ে কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করা হবে।

[৯] সশস্ত্র বাহিনীর বিমান বাহিনী মেডিকেল সাপোর্টের জন্য প্রস্তুত থাকবে আর নৌ বাহিনী উপক‚লীয় এলাকায় করোনা ভাইরাসের বিস্তার রোধে কাজ করবে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়