শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে ১৪ ব্যবসায়ীকে ভাড়া মওকুফ করলেন দোকান মালিক

খোকন আহম্মেদ, বরিশাল প্রতিনিধি : [২] করোনা ভাইরাসের কারণে ব্যবসায়ীদের বিক্রি কমে যাওয়ায় নিজের ভাড়া দেয়া ১৪টি দোকানের এক মাসের ভায়া মওকুফ করে দিয়েছেন দোকান মালিক জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার বাসিন্দা রাসেল মিয়া।

[৩] মঙ্গলবার সকালে রাসেল মিয়া তার ভায়াটিয়াদের কাছে চলতি মাসের ভাড়া মওকুফের কথা জানিয়েছেন। মালিকের এমন ঘোষণায় ব্যাপক খুশি হয়েছেন দোকানের ভাড়াটিয়ারা। জানা গেছে, পয়সারহাট এলাকায় ১৪টি ঘর রয়েছে ওই এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার পুত্র রাসেল মিয়ার।

[৪] দোকানগুলো ভাড়া নিয়ে বিভিন্ন মালামাল বিক্রি করে আসছেন তারা। গত কয়েকদিনে করোনা আতঙ্কে ব্যবসায়ীদের বেচা বিক্রি অনেক কমে গেছে। এসব বিবেচনা করে দোকান মালিক রাসেল মিয়া চলতি মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।

[৫] ভাড়াটিয়া শাহাদাত দাড়িয়া বলেন, তিনি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে টিভি-ফ্রিজসহ ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করে আসছেন। গত ১০ দিন ধরে করোনা আতঙ্কে বিক্রি নেই বললেই চলে। এ সংকটের সময় দোকান মালিক আমাদের চলতি মাসের ভাড়া মওকুফ করে তিনি মহানুভবতার পরিচয় দিয়েছেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করছি। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়