শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনসমাগম বন্ধে বুধবার থেকে কুমিল্লায় সেনা টহল শুরু

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : [২] কোভিড -১৯ সংক্রমন রোধের উদ্দেশ্য জনসমাগম বন্ধে  বুধবার থেকে কুমিল্লায় সেনা টহল শুরু হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।

[৩] সভায় কুমিল্লা জেলা জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর বলেন, করোনা ভাইরাস সংক্রম প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর। সে অনুযায়ী দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিভিল প্রশাসনের সাথে সেনাবাহিনী সার্বিক সহযোগীতা করবে। সভায় জেলা প্রশাসক জানান, জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে না যায়।

[৪] ঘরে থাকলে জেলার স্বল্প আয়ের মানুষজন সমস্যায় থাকবে। স্বল্প আয়ের মানুষজনের জন্য কি কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এ বিষয়ে জেলা প্রশাসক মো: ফজল মীর জানান, টিসিবি নায্য দামে পন্য বিক্রি করছে। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে আজ সিদ্ধান্ত আসবে। অবশ্যই আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। আশাকরি স্বল্প আয়ের মানুষজনের তেমন সমস্যা হবে না।

[৫] সভায় কুমিল্লা সেনানিবাসের ৩১ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মাহবুব জানান, আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আজ আমরা পুরো জেলায় টায়ার্ল করবো। বুধবার থেকে জনসমাগম বন্ধে সেনা সদস্যরা মাঠে থাকবে। জনসাধারণের উদ্দেশ্য তিনি বলেন,বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না।

[৬] পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম বলেন, কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা বিদেশ ফেরত সবার বাড়ীতে গিয়ে গোম কোয়ান্টোইনের বিষয়টি নিশ্চিত করছে। বুধবার জেলায় করোনা প্রভাব বিস্তাররোধে প্রয়োজনীয় যে কোন কাজে সেনা,পুলিশ ও সিভিল প্রশাসন এক যোগে কাজ করবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়