শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নিষেধাজ্ঞায় থাকলেও জন্মদিনের শুভেচ্ছায় কোনো কমতি হয়নি সাকিবের

আক্তারুজ্জামান : [২] আকাশে তো অসংখ্য তারাই দেখি। আজ যে কয়টা তারা দেখলাম, পরেরদিন সেগুলো আর দেখি? কিছু তারা নিভে যায়, কিছু যায় খসে, কিছু যায় ম্লান হয়ে। সন্ধ্যা আকাশে উত্তরে জ্বলজ্বল করে এক ধ্রুবতারা। যেটা চির অম্লান। দেশের ক্রিকেট আকাশে এই সময়ের ধ্রুবতারা তো সাকিব। সেই সাকিব হাঁটি হাঁটি পা পা করে নিজের জীবনের ৩২টি বছর পার করে ৩৩ ছুঁলেন আজ।

[৩] সেই ১৯ বছর বয়সে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা। হারারে থেকে শুরু করে মিরপুর, মুলতান, লর্ডস, ওল্ড ট্রাফোর্ডে ঔদ্ধত্য দেখিয়ে ১৩ বসন্ত পার করেছেন। আর আমাদের ক্রিকেটকে নিজের পারফরমেন্স দিয়ে আমূল বদলে দিয়েছেন। হঠাৎ ছেলেমানুষি এক ভুলের কারণে ভোগ করছেন নিষেধাজ্ঞা।

[৪] যে নাম আশা, ভরসা ও জয়ের স্বপ্ন বোনার। যে নামের বিশাল মহীরুহর ছায়ায় অনেককাল নিশ্চিন্ত ছিল এদেশের ক্রিকেট। এখনো তার ফিরে আসার অপেক্ষায় রয়েছে। যে মহাকাব্যের প্রতিটি পাতা আমায় দিয়েছে সীমাহীন ক্রিকেটীয় আনন্দ সে সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা।

[৫] নিষেধাজ্ঞায় থাকলেও সাকিবের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি ভক্তদের। সামাজিক মাধ্যমজুড়ে রাত বারোটা থেকে শুধু সাকিব আর সাকিব। করোনাভাইরাসের ভয়াবহতা যখন মানুষের আষ্টে-পৃষ্ঠে ছড়িয়ে পড়েছে, তখনও সাকিবকে ভালোবাসার শুভেচ্ছা জানাতে ভুল করেননি।

[৬] বিভিন্ন পেজ ও গ্রুপে সাকিবের ক্যারিয়ার নিয়ে বন্দনা চলছে সোমবার রাত বারোটার পর থেকে। সাকিব সেভেন্টি ফাইভ’স ফ্যান, স্ক্রিনশট দেখুন, ভাইরাল ক্রিকেট, ক্রিকট্রেকার, ইএসপিএন, ক্রিকসার্কেলসহ বিভিন্ন জনপ্রিয় পেজ ও গ্রুপ সাকিবকে শুভেচ্ছা জানিয়েছে।

[৭] সাবেক বর্তমান ক্রিকেটাররাও বাদ পড়েননি সাকিবকে জন্মদিনে উইশ করতে। সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাকিব। তবে সবার ভালোবাসা সাকিব গ্রহণ করেছেন সুদূর মার্কিন মুলুকে বসে। সেখানেও আছেন কোয়ারেন্টাইনে। স্ত্রী-মেয়ের সঙ্গে দেখা করতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে আছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

[৮] গতবছরের অক্টোবরে এক বছর নিষিদ্ধের শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটা গোপন করার অপরাধে এ শাস্তি ভোগ করছেন তিনি। এ বছরের ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়