শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনে অতি বেগুনী রশ্মি দিয়ে ভাইরাস ধ্বংস করছে রোবট

সিরাজুল ইসলাম: [২] এই রোবটে রয়েছে আটটা বাল্ব। এগুলো থেকে তীব্র অতিবেগুনি বের হয়। এই রশ্মি ব্যাকটেরিয়া, ভাইরাস ও অন্য ক্ষতিকারক জীবাণুর ডিএনএ এবং আরএনএ ধ্বংস করে। ফলে এগুলো সংখ্যায় বাড়ে না। বিবিসি

৩] ইংরেজি ও চীনা ভাষায় এই রোবট বলে, ঘর থেকে বেরিয়ে যান, দরোজা-জানালা বন্ধ রাখুন। কিছুক্ষণের মধ্যে জীবাণুনাশকের কাজ শুরু হবে। রোবটটি ঘোরাফেরা এবং ক্যামেরার ফ্ল্যাশ-বাতির রশ্মি জ্বেলে ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে।

[৪] এই রশ্মি মানবদেহের জন্যও খুবই ক্ষতিকর। জীবাণু ধ্বংস করতে রোবটের ১০ থেকে ২০ মিনিট লাগে। চীনের উহানে বিপুল এই রোবট ব্যবহৃত হচ্ছে।
[৫] ডেনমার্কের ইউভি রোবটস কোম্পানি এই রোবট তৈরি করছে। এতে সাহায্য করেছে ইউনিভার্সিটি অব সাদার্ন ডেনমার্ক। এর ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজির অধ্যাপক হান্স ইয়র্ন কলমোস বলেন, অনেক খারাপ জীবাণু মানব দেহে সংক্রমিত হতে পারে। মানব দেহে নির্দিষ্ট পরিমাণ অতিবেগুনি রশ্মির ডোজ দিলে ক্ষতিকর জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

[৬] এই রোবট সুনির্দিষ্টভাবে করোনাভাইরাস নির্মূল করতে পারে কি না, তার জন্য আলাদা পরীক্ষা চালানো হয়নি।

[৭] ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের সহযোগী অধ্যাপক ড. লেনা সিরিচ মনে করেন, করোনাভাইরাস মোকাবেলায় ইউভি রোবট হতে পারে মোক্ষম অস্ত্র। একই কথা বলেছেন অন্যরাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়