শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এসিআই ওয়্যার হাউজকে ১০ লাখ টাকা জরিমানা

টঙ্গী প্রতিনিধি: [২] টঙ্গীর এসিআই কনজ্যুমার ওয়্যারহাউজের গোডাউনে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ওয়্যার হাউজের সত্ত¡াধিকারী ফয়সাল সজিবকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তারুজ্জামান। এসময় প্রায় দুই কোটি টাকা মূল্যের মেয়াদ উত্তীর্ণ এসিআই’এর বিভিন্ন সামগ্রী জব্দ করেছে র‌্যাব।

[৩] গতকাল সোমবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত আনারকলিরোড সংলগ্ন এলাকায় এসিআই হাউজে অভিযান পরিচালনা কওে হয়।

[৪] র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, এসিআই কনজ্যুমারের মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য সারা বাংলাদেশ থেকে টঙ্গীর সজিবের গোডাউনে রেখে মেয়াদ বাড়ানো হতো। সজিব ওই গোডাউনের তত্বাবধানকারী। তার মাধ্যমেই অবৈধভাবে মেয়াদ বাড়িয়ে ওই পণ্য বাজারজাত করা হতো।

[৫] তিনি আরও বলেন, অভিযানে দেখা যায় পণ্যগুলোর মধ্যে রয়েছে সাবান, কয়েল, হারপিক ও ওয়াশিংসহ বিভিন্ন পণ্য। ওই পণ্য এসিআই থেকে কম মূল্যে ক্রয় করে বেশি দাম রাখা হতো। এছাড়াও গোডাউনের মধ্যে আরও প্রায় আট কোটি টাকার মালামাল রয়েছে। সেগুলোর মেয়াদ মাত্র এক মাস রয়েছে। তার আরও গোডাউন রয়েছে। সেগুলোতেও অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান চলমান রয়েছে বলেও জানান লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়