শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় স্বাদ ও ঘ্রাণশক্তি লোপ পায়!

নয়া দিগন্ত: করোনাভাইরাসের নতুন কয়েকটি উপসর্গ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে দিয়েছে ব্রিটিশ নাক-কান-গলা বিশেষজ্ঞদের সংগঠন 'ব্রিটিশ অ্যাসোসিয়েশন অফ অটোরাইনোল্যারিংগোলজি' বা ইটিএন ইউকে। তারা জানিয়েছে, কোনো ব্যক্তির হঠাৎ ঘ্রাণ ও স্বাদগ্রহণের শক্তি লোপ পাওয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হতে পারে। জ্বর ও সর্দি-কাশির মতো করোনার সাধারণ লক্ষণ এই সব রোগীর শরীরে নাও দেখা যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে তারা। বিশেষত চীন, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় বহু করোনা আক্রান্ত রোগীর ঘ্রাণশক্তি লোপ পাওয়ার ঘটনা ধরা পড়েছে বলে গত ২১ মার্চ প্রকাশিত এক বিবৃতিতে ইটিএন ইউকের পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্রিটিশ চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, জার্মানিতে প্রতি তিনজন করোনা আক্রান্তের মধ্যে দু'জনের ঘ্রাণশক্তি লোপ পেয়েছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়াতে ৩০ শতাংশ করোনা আক্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে ঘ্রাণ ও স্বাদগ্রহণের শক্তি হারানোর বিষয়টি সামনে এসেছে। যে কারণে জ্বর বা সর্দি-কাশির মতো লক্ষণ না থাকলেও কোনো ব্যক্তির ঘ্রাণ এবং স্বাদগ্রহণের শক্তি লোপ পেলে তাকে আপাতত সেল্ফ কোয়ারানটিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে এটি একান্ত প্রয়োজন বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট ৩৫১,৬০৯ জন রোগীর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫,৩৬১ জনের। আর ১১৫,৯৬১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বিশ্বের মধ্যে এখন পর্যন্ত সবথেকে বেশি করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ইতালিতে। সর্বশেষ পাওয়া পরিসংখ্যান অনুসারে সে দেশে মারা গেছেন ৫,৪৭৬ জন।
সূত্র : এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়