শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে ১৬৮ জন হোম কোয়ারেন্টাইনে

সৌরভ ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি : [২] কুড়িগ্রামে করোনাভাইরাস সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৪ ঘন্টায় ১৭ জনসহ মোট ১৬৮ জন বিদেশ ফেরত নাগরিককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জেলার ৯ উপজেলায় এ পর্যন্ত ৫ শ ৬৯ জন বিদেশ ফেরত নাগরিক এসেছে।

[৩] এদের মধ্যে বর্তমানে ১৬৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৬৫ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। আর বাকীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান জানান, বিদেশ ফেরত বাংলাদেশী যারা কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় প্রবেশ করেছে তাদের সকলের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। হোম কোয়ারেন্টাইনে থাকাদের শারীরিক অবস্থা ভাল রয়েছে।

[৪] ইতালি, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশ থেকে ৫৬৯ জন প্রবাসী বাংলাদেশী জেলার ৯ উপজেলার বিভিন্ন উপজেলায় ফিরে এসেছেন।

[৫] করোনাভাইরাস মোকাবিলায় জেলার হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করে ৩১টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে জেলা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১০টি এবং ৮টি উপজেলা হাসপাতালে ২১টি বেড রয়েছে।

[৬] অন্যদিকে সাধারণ জনগণকে সুরক্ষিত রাখতে কুড়িগ্রাম পৌরসভায় শহরের বিভিন্ন হাটবাজার, আদালত চত্ত¡রসহ জনবহুলস্থানে হাত ধোয়ার বেসিন বসিয়েছেন পৌর মেয়র আব্দুল জলিল। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়