শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজ উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন পরররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

কূটনৈতিক প্রতিবেদক : [২] ডাক্তার, নার্স, দিনমজুর ও উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নিজ উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন পরররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

[৩] সোমবার আমাদের এ প্রতিবেদককে বলেন, রাজশাহীতে পরিক্ষামূলকভাবে ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। এসব আমার নির্বাচনী এলাকা এবং রাজশাহীর সরকারি হাসপাতালগুলোতে, সেই সঙ্গে সরকারি কর্মকর্তা, সচিব, ইউনিয়নের চেয়ারম্যান যাদের জনসম্পৃক্ততা আছে তাদের মধ্যে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সকলকেই দেয়া হবে।

[৪] পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা গত শুক্রবার ডাক্তার এবং নার্সদের জন্য দুই ধরনের বিশেষ পোশাকের নমুনা তৈরীর কাজে হাত দিয়েছি। দোয়া করবেন যেন সফল হই।

[৫] পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ফেব্রিক্স ট্রায়েল করেছি। এটাতে পানি ও কেমিকেল প্রতিরোধক কাপড় যুক্ত করতে হয়। আজ কিছু বানানো হবে। পিপিই ফেব্রিক্স পাওয়ার ওপর নির্ভর করছে কতটা দেওয়া যাবে।

[৬] তিনি বলেন, প্রোপলিন অ্যালকোহল নিয়ন্ত্রণ করার ফলে এটা সবার কাছে বিক্রি করা হয়না। কেরু এটার একমাত্র সাপ্লাইয়ার। আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি। হ্যান্ড সেনিট্যাইজার তৈরিতে এটার ব্যবহার হয়। ছোট বোতলের সংকট থাকায় আপাতত বড় গ্যালনে করে পাঠাচ্ছি।

[৭] আমি যে ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলাম একসময় সেই কারখানায় ৫০,০০০ এর অধিক মাস্ক তৈরী করেছে। কেমিকেল ল্যাবে ১,০০০ লিটার হ্যান্ডওয়াশ লিকুইড তৈরী করেছে। এগুলো অব্যাহতভাবে চলবে। সম্পাদনা : রাজীব রায়হান

  • সর্বশেষ
  • জনপ্রিয়