শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন কী? কবে কোথায় প্রথমবারের মতো লকডাউন কার্যকর হয়েছিল?

মশিউর অর্ণব: [২] লকডাউনের প্রধান উদ্দেশ্য হলো- মানুষ যাতে দুর্গত অঞ্চলের এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে না পারে, সেটি নিশ্চিত করা। ন্যাশনাল জিওগ্র্যাফি, উইকিপিডিয়া, অরিজিন অফ লকডাউন।

[৩] অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী- জরুরি সুরক্ষার প্রয়োজনে কোনো নিদিষ্ট এলাকায় জনসাধারণের আগমন ও প্রস্থান নিয়ন্ত্রণ করাকে ‘লকডাউন’ বলে।

[৪] ক্যামব্রিজ ডিকশনারিতে লকডাউনের সংজ্ঞায় বলা হয়েছে- জরুরি পরিস্থিতিতে একটি নির্দিষ্ট জায়গার মানুষকে সেখান থেকে বের হতে না দেয়া, অথবা বাইরে থেকে ওই জায়গায় প্রবেশে বাধা দেয়াই হলো ‘লকডাউন’।

[৫] লকডাউন সাধারণত ২ ধরনের হয়ে থাকে- ক) প্রিভেন্টিভ লকডাউন খ) ইমার্জেন্সি লকডাউন

[৬] প্রিভেন্টিভ লকডাউন- এটি একটি স্থানীয় পর্যায়ের জরুরী অবস্থা, যেটি মানুষকে একটি সুনির্দিষ্ট অঞ্চলে রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

[৭] স্থানীয় প্রশাসনের নির্দেশে দেয়া এই লকডাউনের ঘোষণাটি, সম্ভাব্য বড় দুর্যোগের হাত থেকে ওই অঞ্চল এবং পাশ্ববর্তী অঞ্চলগুলোকে নিরাপদে রাখার জন্য জারি করা হয়।

[৮] ১৯৯৯ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালালে, সেখানে প্রথমবারের মতো প্রিভেন্টিভ লকডাউন জারি করা হয়েছিল।

[৯] ইমার্জেন্সি লকডাউন- চূড়ান্ত এই জরুরি অবস্থাটি ‘ফুল লকডাউন’ নামেও পরিচিত। আগের মতো স্থানীয় পর্যায়ে জারি না হয়ে, কোনো শহর অথবা জাতীয় পর্যায়ে গোটা দেশের ক্ষেত্রে জারি করা হয় এই ইমার্জেন্সি বা ফুল লকডাউন।

[১০] জরুরি চিকিৎসা সেবা এবং অতি গুরুত্বপূর্ণ কাজ ব্যতীত ইমার্জেন্সি লকডাউন পরিস্থিতিতে, একটি শহর অথবা গোটা একটি দেশের সকল জনগণকে নিজ বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়।

[১১] ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে ভয়াবহ হামলার পর, ইতিহাসে প্রথমবারের মতো ৩ দিনব্যাপী ইমার্জেন্সি লকডাউনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়