শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে প্রবাসী নারীর মৃত্যু, চিকিৎসক-নার্স ও স্বজন-প্রতিবেশী কোয়ারেন্টিনে

স্বপন দেব, মৌলভীবাজার: [২] মৌলভীবাজার জেলা শহরের কাশীনাথ সড়কে জ্বর ও শ্বাসকষ্টে অসুস্থ যুক্তরাজ্য প্রবাসী এক নারীর মৃত্যু। রোববার (২২ মার্চ) রাতে মৃত্যুর পর এম. এন হাউস নামের বাসাটি লক ডাউন করার পর প্রবাসী নারী ও আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দা এবং সাত জন চিকিৎসক-নার্সকে হোম কোয়ারেন্টিনে রেখেছে প্রশাসন। এছাড়া ওই এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে চলাচল এবং ঘর থেকে বের হওয়া নিয়ন্ত্রণ করছেন।

[৩] মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমদ পিপিএম (বার) জানান, গত ১১ জানুয়ারি ওই নারী দেশে ফেরেন। তার মৃত্যুর আসল কারণ সম্পর্কে শিগগিরই জানা যাবে। আপাতত আমরা ওই এলাকা ঘিরে রেখেছি এবং চলাচল নিয়ন্ত্রণ করছি।

[৪] তবে গতরাতেই নিহতের স্বজনরা ‘হৃদরোগে মৃত্যু হয়েছে’ মর্মে তড়িঘড়ি করে একটি সার্টিফিকেট নিয়ে লাশ বাসায় এনে গোসলসহ আনুসাঙ্গিক কাজ স্বাভাবিক নিয়মে সম্পন্ন করেন।

[৫] মৌলভীবাজার শহরের কাশীনাথ রোডে পুলিশ অবস্থান নিয়েছে। এলাকায় সর্বসাধারণের আগমন ও বহির্গমন সাময়িকভাবে নিয়ন্ত্রণ করেছে প্রশাসন।

[৬] দেশের প্রবাসীবহুল জেলা মৌলভীবাজারে ইতিমধ্যে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক প্রবাসী। ফলে সারা জেলায় ভয়াবহ মারণ রোগ করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের আশঙ্কা করছেন সচেতন মহল। এলাকাবাসীর দাবি ঘাতক ভাইরাস করোনা বহনকারী প্রবাসীদের প্রতি প্রশাসন কঠোর না হলে করোনার বিস্তার রোধ করা সম্ভব হবে না। যা দেশের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়