শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে অজ্ঞাত রোগে ৮ টি কুকুরের মৃত্যু, এলাকায় আতঙ্ক

আমতলী প্রতিনিধি: [২] বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজারে অজ্ঞাত রোগে ৮ টি কুকুরের মৃত্যু হয়েছে। অজ্ঞাত রোগে কুকুর মারা যাওয়ায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘটনা ঘটেছে রোববার বিকেলে।

[৩] জানাগেছে, উপজেলার তালুকদার বাজারে ৮টি কুকুর দীর্ঘদীন ধরে বাস করে আসছে। ওই কুকুরগুলো বাজার পাহারা দিতো। বাজারের মানুষের দেয়া খাবার খেয়ে বেঁচে ছিল ওই কুকুরগুলো। গত শনিবার ও রবিবার দুই দিনে ওই ৮ টি কুকুরের পেট ফুলে মুখ দিয়ে লালা ঝড়ে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞাত রোগে মৃত্যু হয়েছে। কুকুর গুলো মারা যাওয়ায় বাজারের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বাজারের স্বর্ণ ব্যবসায়ী পরিতোষ কর্মকার বলেন, কুকুর গুলো সারারাত বাজার পাহারা দিতো। কুকুরগুলো মারা যাওয়ায় এখন বাজারের পাহারা বন্ধ হয়ে গেল।

[৪] তালুকদার বাজারের ব্যবসায়ী মোস্তাফা বলেন, কুকুরের পেট ফুলে মুখ দিয়ে লালা পড়ে মাটিতে লুটিয়ে মারা গেছে। গত দুই দিনে ৮ টি কুকুর মারা গেছে। মৃত্যু কুকুরগুলো মাটি চাপা দিয়ে রেখেছি।
আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আলতাফ হোসেন বলেন, কোন রোগে কুকুরগুলো মারা গেছে তা আমি জানি না। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে কুকুরের মৃত্যুর কারন শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়