শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসএলের প্লে-অফ না খেলেই চ্যাম্পিয়ন হতে পারে মুলতান

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শেষ হতে আর মাত্র তিনটি ম্যাচ বাকি ছিল। কিন্তু মরণঘাতী করোনাভাইরাসের কারণে সেমিফাইনালের আগেই আসরটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার আয়োজকদের কাছে প্রস্তাব এসেছে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল মুলতান সুলতান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করার।

[৩] নভেম্বরের দিকে পিএসএলের বাকি ম্যাচগুলো আয়োজনের পরামর্শও দিচ্ছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। যদিও এই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি পিসিবি।

[৪] পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান মিডিয়াকে বলেন, আমাদের এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বসতে হবে। মুলতানকে চ্যাম্পিয়ন ঘোষণা করার প্রস্তাবও আমাদের কাছে এসেছে। কেননা তারা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। সামনের বছর পিএসএলের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হবে। এর আগেই আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

[৫] করোনাভাইরাস আতঙ্কে পাকিস্তান ছাড়েন বেশিরভাগ বিদেশি ক্রিকেটার। ফলে শেষদিকে অনেকটাই জৌলুস হারায় পিএসএল। ভয়ঙ্কর এই ভাইরাসের মহামারী আকারে ছড়িয়ে পড়ায় পিএসএল স্থগিত করতে বাধ্য হয় পিসিবি।

[৬] পিএসএলের প্রথম সেমিফাইনালে খেলার কথা ছিল মুলতান সুলতান্স এবং পেশওয়ার জালমির। আরেক সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল করাচী কিংস এবং লাহোর কালান্দার্সের। ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়