শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮৬১ বিদেশফেরত ব্যক্তির হদিস নেই নওগাঁয়

আব্দুল্লাহ মামুন [২] নওগাঁয় :  ১ মার্চ থেকে গত শনিবার পর্যন্ত ২ হাজার ১৩৫ জন ব্যক্তি বিভিন্ন দেশ থেকে এসেছেন। তাদের মধ্যে সোমবার পর্যন্ত হোম কোয়ারেন্টিন নিশ্চিত হয়েছে ১ হাজার ২৭৪ বিদেশফেরত ব্যক্তির। বাকি ৮৬১ জন বিদেশফেরত ব্যক্তি কোথায়, কীভাবে আছেন, এ বিষয়ে প্রশাসনের কারও কাছে কোনো তথ্য নেই। জেলা পুলিশের বিশেষ শাখা ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। (প্রথম আলো )

[৩] পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, পাসপোর্টে বগুড়ার ঠিকানা ব্যবহার করে বিদেশে গেছেন এবং চলতি মাসে যাঁরা দেশে ফিরেছেন, তাঁদের নাম এই তালিকায় স্থান পেয়েছে। এ তালিকা জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগেও পাঠানো হয়েছে।

[৪] সিভিল সার্জন আ. ম আখতারুজ্জামান বলেন, গোয়েন্দা তালিকায় নওগাঁর ঠিকানা ব্যবহারকারী বিদেশফেরত ব্যক্তির সংখ্যা দুই হাজারের অধিক। ১ হাজার ২৭৪ জন ব্যক্তিকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা গেলেও আট শতাধিক ব্যক্তির কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

[৫] তিনি বলেন, অনেক ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা আমাদের ফোন করে নিশ্চিত করছেন, সে ক্ষেত্রে আমরা ওই ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করছি।

[৬] জেলা প্রশাসক হারুন-অর-রশিদ বলেন, অনেক প্রবাসী পাসপোর্টে নওগাঁর ঠিকানা ব্যবহার করেছেন। তাঁরা ঢাকা অথবা অন্য কোনো স্থানে অবস্থান করছেন। অন্য কোথাও থাকলে সে বিষয়টিও আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়