শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস সংক্রম প্রতিরোধে পানি সম্পদ মন্ত্রণালয়ের দাপ্তরিক সভা হলো ভিডিও কনফারেন্সে

আনিস তপন : সোমবার জনসচেতনতা তৈরী ও মহামারী এই ভাইরাস প্রতিরোধে এমন উদ্যোগ নিয়েছেনবলে জানিয়েছেনপানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ বিষয় সংক্রান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন একাধিক সংস্থার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

পানি সম্পদ বিভাগের সচিব বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম ও সংক্রমন এড়াতে আমরাই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য বৈঠকগুলোও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

গত ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালনের কথা ছিল উল্লেখ করে কবির বিন আনোয়ার বলেন, দিবসটি যথাযথভাবে উদযাপনে আমাদের সবরকম প্রস্তুতি থাকা সত্ত্বেও বিদ্যমান সঙ্কটের কারণে সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিদ্যমান সঙ্কট শেষ না হওয়া পর্যন্ত এই মন্ত্রণালয়/বিভাগের অনুষ্ঠিতব্য সব বৈঠক ও আন্ত:সম্পর্কিত বৈঠকগুলো এভাবেই হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এবং সেন্টার ফর এনভাইরনমেন্ট এন্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এর কর্মকর্তারা নিজ নিজ দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়