শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নন্দীগ্রামে হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল সঙ্কট

জিল্লুর রহমান, নন্দীগ্রাম প্রতিনিধি : [২] বগুড়ার নন্দীগ্রামে হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল সঙ্কট দেখা দিয়েছে। নন্দীগ্রাম পৌর শহরের কোন ফার্মেসিতে হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল পাওয়া যাচ্ছে না। ২৩শে মার্চ নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন স্থান ঘুরে এ চিত্র দেখা যায়।

[৩] কয়েকটি ফার্মেসির বিক্রেতারা জানান, কোম্পানির সরবরাহের সঙ্গে সঙ্গে তাদের সব হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল বিক্রি হয়ে গেছে। করোনাভাইরাসের কারণে চাহিদা বৃদ্ধি পাওয়ায় শেষ হয়ে গেছে স্যানিটাইজার ও হেক্সিসল। কোম্পানি থেকে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তারা হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করতে পারছে না। এ কারণে খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের। আবার অনেক ফার্মেসিতে মাস্কও পাওয়া যাচ্ছে না।

[৪] অনেক ক্রেতার অভিযোগ, বিভিন্ন সময়ে দুর্যোগ দেখা দিলে বেশি লাভের আশায় একটি অসাধু চক্র জরুরি জিনিসপত্র মজুত করে দাম বাড়িয়ে দেয়। আর এখন সেই সুযোগ গ্রহণ করেছে কিছু অসাধু ব্যবসায়ীরা। নন্দীগ্রাম পৌর শহরের স্কয়ার ফার্মেসি, মিম ফার্মেসি, সরকার ফার্মেসি, পিএম ফার্মেসি, বন্ধু ফার্মেসি, মাস্টার ফার্মেসি, রিয়ামনি ফার্মেসিসহ বিভিন্ন ফার্মেসিতেই পাওয়া যাচ্ছে না হ্যান্ড স্যানিটাইজার।

[৫] হেক্সিসল কিনতে আসা কলেজপাড়ার তীর্থ সলিল রুদ্র বলেন, ২২শে মার্চ সন্ধ্যায় হ্যান্ড স্যানিটাইজার কিনতে বের হয়েছি। কিন্তু কোনো ফার্মেসিতে পাইনি। কবে পাবো তাও বলতে পারছে না ব্যবসায়ীরা।

[৬] মিম ফার্মেসির বিক্রেতা মজনু আলী বলেন, চাহিদা বেশি থাকার জন্য আমাদের হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল শেষ হয়ে গেছে। কোম্পানিতে অর্ডার দেয়া হয়েছে।

[৭] এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, চাহিদা বেশি থাকার কারণে এ সমস্যা হতে পারে। তবে কোনো ব্যবসায়ী মজুত করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়