শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় [মেহেরপুরে প্রস্তুত হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, আরো কঠোর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ

মেহেরপুর প্রতিনিধি : [২] সময় গড়ানোর সাথে সাথে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কঠোর পদক্ষেপের দিকে যাচ্ছে মেহেরপুরের প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ। জনসচেতনা সৃষ্টির পাশাপাশি উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় চলছে নানা প্রস্তুতি। সোমবার জেলা কমিটির সিদ্ধান্তের আলোকে জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন।

[৩] বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধের জেলায় জেলায় কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হয়। পূর্ব সভা ও আজকের সভায় জেলার করোনা পরিস্থিতি নিয়ে আলোকপাত করা হয়।

[৪] সভার সিদ্ধান্ত অনুযায়ী মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভবনগুলোকে ২০০ জন কোয়ারেন্টাইন করা যায় এমন ব্যবস্থা করা হচ্ছে। অপরদিকে গাংনী উপজেলার জন্য চৌগাছা ও বাঁশবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মুজিবনগর উপজেলার জন্য মুজিবনগর আদর্শ মহিলা কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রস্তুত করা হচ্ছে। উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠান ভিত্তিকে ১০০ জনকে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

[৫] এছাড়াও মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসোলেন ইউনিট ৫ বেড থেকে বাড়িতে ১৫ বেড করা হয়েছে। অপরদিকে গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে বেড সম্বলিত আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে।এ ছাড়াও হাসপাতালগুলোর অ্যাম্বুলেন্স ছাড়াও জরুরী প্রয়োজনে মেহেরপুর পৌরসভার ও ফায়ার সার্ভিসের দুটি অ্যাম্বুলেন্স ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

[৬] এদিকে জনসমাগম কমানোর জন্য ইতোমধ্যে প্রশাসন নানামুখি ব্যবস্থা গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি হাট বাজার ও চায়ের দোকানগুলোতে সমাগত বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন ও পুলিশ বিভাগ। গতকাল রোববার থেকে চায়ের দোকানের তাস, ক্যারামবোর্ড ও টিভি দেখা বন্ধ করে দেয়া হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া বাড়িতে থাকা ও অন্যান্য করণীয় সম্পর্কে প্রচারণা চালাচ্ছে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশের বিভিন্ন ইউনিট। অপরদিকে বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সকল পশু হাট।

[৭] জানতে চাইলে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম বলেন, হোম কোয়ারেন্টাইনের বাইরে যদি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রয়োজন হয় সেজন্য আগে থেকে আমরা প্রস্তুতি সম্পন্ন করছি। এখনো পর্যন্ত জেলায় কেউ করোনা আক্রান্ত হয়নি। এমন পরিস্থিতির মধ্যে যেন আমাদের না পড়তে হয় সেজন্য নানামুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন প্রয়োজন শুধু সব সধরনের মানুসের সতর্ক ব্যবস্থাপনা। অপরিদকে করোনা ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা প্রদানের জন্য সব রকম ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়