শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানের ক্যাজুয়াল কর্মচারীদের বেতন কর্তন হচ্ছে না, কর্মকর্তারাই ইচ্ছা করে ১০ ভাগ বেতন নিবেন না, জানিয়েছেন মোকাব্বির হোসেন

লাইজুল ইসলাম : [২] সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সিইও বলেন, বিমানের কর্মকর্মারা ইচ্ছে করেই এই বেতন নিবেন না বলে জানিয়েছেন। এতে বিমানের পক্ষ থেকে কোন ধরনের চা দেয়া হয়নি।

[৩] মোকাব্বির জানান, বিমানের এই দুরবস্থায় যে সিদ্ধান্ত নিয়েছে তা অনুসরনিয়। ষষ্টগ্রেডের থেকে উপরের সকল কর্মকর্তারা এই সিদ্ধান্ত তাদের বোর্ড মিটিংয়ে নিয়েছেন। সেটাই তাদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে।

[৪] বিমান বাংলাদশের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বলেন, এত দুঃসংবাদের মধ্যে বিমানের ক্যাজুয়াল কর্মীদের জন্য সুসংবাদ আছে। তাদের কোন বেতন কাটা হবে না।

[৫] তাহেরা খন্দকার আরো জানান, নিয়ম অনুযায়ী ডে টু ডে এদের বেতন। কিন্তু এই পরিস্থিতিতে সবার প্রতি বিমানের পরিচালনা পর্ষদ মানবিক হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। যত দিন এই পরিস্থিতি চলবে ততদিন বেতন দেয়া হবে।

[৬] জনসংযোগ কর্মকর্তা বলেন, এদের ছুটির বিষয়েও একই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কাজ না থাকলে নিয়ম অনুযায়ী বেতন ভুক্ত ছুটি তারা নিতে পারবেন। পিএল বা সিএল নিলেও কর্মীদের বেতন কাটা হবে না।

[৭] তাহেরা খন্দকার আরো বলেন, এখন বিমানের সব বিভাগেই কাজের চাপ কম। তাই চালে বিভাগিও কাজ বা অপারেশনাল কাজ না থাকলে নিয়ম অনুযায়ী কর্মকর্তারাও ছুটিতে যেতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়