শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যসংকটে প্রস্তুতি নেওয়া হয়নি, অর্থনৈতিক সংকটে যেন তা না হয় আহ্বান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের

তাপসী রাবেয়া: [২]অর্থনীতিবিদ হোসেন জিল্লুর মনে করেন,তিন ধরনের জনগোষ্ঠী করোনাভাইরাসের কারণে জোরালো অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে । একটা গোষ্ঠী হলো যাদের উৎপাদিত পণ্যের বাজার পুরোপুরি বিদেশের ওপর নির্ভরশীল। যেমন সাতক্ষীরা অঞ্চল থেকে কাঁকড়া রপ্তানি হয়। এর প্রধান বাজার চীন। অর্থনীতির ভেতর এমন যারা পুরোপুরি বিদেশি চাহিদার ওপর নির্ভরশীল, তারা ক্ষতির মুখে পড়েছে বা পড়বে। এ গোষ্ঠীর মধ্যে বড় হলো তৈরি পোশাকশিল্প।

৩] তিনি বলেন,সম্ভাব্য ক্ষতির মুখে পড়া দ্বিতীয় গোষ্ঠী হলো অর্থনৈতিক উদ্যোক্তা, যাদের সরবরাহ চেইন বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল, মেশিনারিজ এসবের ওপর নির্ভরশীল। এই সাপ্লাই চেইন করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

৪]তৃতীয় এবং বলা যায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত গোষ্ঠী হলো, যাদের জীবিকা অভ্যন্তরীণ চাহিদার ওপর নির্ভরশীল। এদের মধ্যে নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্ত শ্রেণি আছে। যেমন রিকশাচালকদের কথা ধরা যাক। ঢাকা শহরে যদি রিকশা চড়ার মানুষ না থাকে, তবে তাঁর আয় হবে না। ছোট দোকানির কথা বলা যায়। চাহিদা না থাকায়, পণ্য বিক্রি না হলে এসব মানুষও ক্ষতির মুখে পড়বেন।পরিবহনসেবা ইতিমধ্যে ধাক্কা খেয়েছে। সেটাও এই সেবা খাতের মধ্যে পড়ে। আমাদের দেশে প্রথম ধাক্কা খেয়েছে পর্যটনশিল্প। এ শিল্পের সঙ্গে যুক্ত ভাড়ায়চালিত গাড়ির খাতটি সমস্যায় পড়েছে ইতিমধ্যে।

৫]সবচেয়ে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত গোষ্ঠীর মধ্যে তৈরি পোশাক খাতের মালিকদের একটি বড় প্ল্যাটফর্ম আছে। কিন্তু সাধারণ মানুষ, দরিদ্র জনগোষ্ঠী, শ্রমজীবী মানুষ, তাঁরা কিন্তু তাঁদের কথা ভালোভাবে বলতে পারবেন না। তাঁদের জন্য অর্থনীতিবিদ, নীতিনির্ধারকদের এগিয়ে আসতে হবে।

৬]এসব গোষ্ঠীকে অনিশ্চয়তার মধ্যে থেকে কীভাবে সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে জানা দরকার। সে বিষয়ে আলোচনা করা জরুরি। এ ক্ষেত্রে সরকারের অত্যন্ত জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যদিও সরকারের সে ধরনের উদ্যোগ দেখছি না। এই মুহূর্তে আমরা স্বাস্থ্যসংকটটা নিয়ে বেশি কথা বলছি। তাই অর্থনৈতিক সংকটটা হয়তো জোরালোভাবে উঠে আসছে না। কিন্তু ভুক্তভোগীরা এর মাশুল দিচ্ছেন। করোনার কারণে এবার যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেটা ২০০৮-০৯ সালে বৈশ্বিক আর্থিক সংকটের চেয়ে ভিন্নতর।

৭] তথ্যভান্ডার তৈরি করতে হবে, এটা ঠিক আছে। কিন্তু ইতিমধ্যে তথ্যের বিশ্বাসযোগ্যতার একটা সংকট তৈরি হয়েছে। এটা আরও মারাত্মক। তথ্য না থাকা একটা সমস্যা। আর তথ্যের বিশ্বাসযোগ্যতার ঘাটতি আরেকটি সমস্যা। এটা সৃষ্টি হলে মানুষ কোনো কিছুর ওপর ভরসা রাখতে পারে না। (তথ্যসুত্র-প্রথম আলো)

  • সর্বশেষ
  • জনপ্রিয়