শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রস্তুত করা হচ্ছে চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি :[২] করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড।

[৩] রোববার (২২ মার্চ) নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের বিজ্ঞানাগারে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরির কার্যক্রম শুরু হয়েছে। এতে সহায়তা দিচ্ছে রসায়ন সমিতি, চট্টগ্রাম অঞ্চল। কার্যক্রমের উদ্বোধন করেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী।

[৪] এসময় উপস্থিত ছিলেন রসায়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. বেনু প্রসাদ বড়ুয়া, মহসিন কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক মো.ইদ্রিস আলী, চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, অর্থ সম্পাদক নুর উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য মহসীন কাজী।

[৫] সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিশ্বে মহমারী ধারণ করেছে করোনাভাইরাস। এই অবস্থায় গণমাধ্যমকর্মীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ দায়িত্ববোধের কারণে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি সংগঠনের সদস্যদের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়