শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা চিকিৎসায় ফ্রান্স,ইরান,সুদান ও জর্ডানে ম্যালেরিয়ার ওষুধ ব্যবহার করে সুফল পাওয়া যাচ্ছে

দেবদুলাল মুন্না:[২] এ তথ্য ফ্রান্সভিত্তিক ‘হেলথ ফর মাসপিপল’র।এ সংস্থা জানায় ফ্রান্স, ইরান ও সুদানে ম্যালেরিয়া রোগের ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করে ভাল ফল পাওয়া গেছে।

[৩] গত রোববার জর্ডানেও ম্যালেরিয়া রোগের এ ওষুধটি ব্যবহারের অনুমতি দিয়েছে জর্ডানের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এর আগে তারা পরীক্ষামুলকভাবে এ ওষুধ তিনজন রোগীর ক্ষেত্রে ব্যবহার করে সুফল পাওয়া গেছে বলে জানায় জর্ডানের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

[৪] জর্ডানের এফডিএর প্রধান চিকিৎসক হায়েল ওবেদাত আল জাজিরাকে বলেন, তার প্রতিষ্ঠান গত রোববার হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিয়েছে । যুক্তরাষ্ট্র ও ইউরোপের আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা উদ্ধৃত করে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের আইনি বৈধতা নিশ্চিত করা হয়েছে।

[৫] হায়েল ওবেদাত বলেন, চিকিৎসকদের তত্ত্বাবধানে অন্য অ্যান্টিভাইরাল চিকিৎসার সঙ্গেই কেবল হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা যাবে। স্টেজ ২ এর রোগীরা অথবা যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করতে হবে।

[৬] এই ওষুধের কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিছুদিন আগে বলেন। তারপর ফ্লোরিডার আক্রান্ত এক ব্যক্তিকে ওষুধটি দেয়া হলে সুস্থ হয়ে ওঠেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়