শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৪:৫৩ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ বিশ্বে মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে, ইতালিতেই মারা গেছে ৫ হাজারের বেশি, মেডিকেল কর্মি ও সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া

শাহনাজ বেগম : [২] বিশ্বের ১৯১ দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৭৯৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৬৪৮ জন। সুস্থ হয়েছেন ৯৯ হাজার ১৬৫ জন। সিএনএন, ইয়ন, এপি

[৩] একদিনে ইতালিতে এ ভাইরাসে আরও ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৭৬ জনে পৌঁছেছে। আক্রান্ত হেয়েছ ৫৯ হাজার ১৩৮ জন। এই হিসেবে দেশটিতে আক্রান্তের হার বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ।সুস্থ হয়েছে ৭ হাজার ২৪ জন। মস্কোর চকালোভস্কি সামরিক বিমানবন্দরে নয়টি হাল্কিং ইল-৭৬ কার্গো বিমান ইতালিতে করোনভাইরাস মোকাবিলায় মেডিকেল কর্মী ও সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিছে ।

[৪] যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছে ৪৭০ জন এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ১৭৪ জন।

[৫] স্পেনে মারা গেছে ১ হাজার ৪১৩ জন এবং আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৯০৯ জন। সুস্থ হয়েছে ২ হাজার ৫৭৫ জন।

[৬] জার্মানিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৭ জন এবং আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৭৮ জন।

[৭] ইরানে এ পর্যন্ত ১ হাজার ৬৮৫ জন মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬৩৮ জন।

[৮] যুক্তরাজ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৫১ জন এবং মারা গেছে ২৮১ জন।

[৯] চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে গত ৪ দিনে দেশটির স্থানীয় কেউ আক্রান্ত হয়নি। চীনে এ পর্যন্ত ৮১ হাজার ৯৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ২৭০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়