শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরও ১৫ দিন বাড়ছে স্পেনের জরুরি অবস্থার মেয়াদ

ইয়াসিন আরাফাত : [২] করোনাভাইরাস মোকবিলায় দেশে জারিকৃত জরুরি অবস্থার মেয়াদ আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোর জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানাবেন বলে ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী শানচেজ। রয়টার্স, সিএনএন

[৩] গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে আরও ৩৯৪ জনের মৃত্যুর পর জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানোর এ ঘোষণা দেন তিনি ।

[৪] রোবার স্পেনের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক সরকারের প্রতিনিধিদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে করোনা নিয়ে আলোচনা করেন করোনায় বিপর্যস্ত স্পেনের প্রধানমন্ত্রী শানচেজ। এরপর সংবাদ সম্মেলনে তিনি বলেন,আমি জানি এটা একটা ভয়াবহ পদক্ষেপ কিন্তু বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত যে, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এটা একটা কার্যকরী পদক্ষেপ।

[৫] তিনি আরও বলেন, আগামী মঙ্গলবার তার মন্ত্রিসভা ১৫ দিনের জন্য জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে সমর্থন দেবে। তার প্রত্যাশা এবং বিশ্বাস সরকারের এমন আহ্বানে পার্লামেন্টও ইতিবাচক সাড়া পাবেন তিনি। কারণ দেশের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে প্রতিদিন।

[৬] গত ১৪ মার্চ প্রথমবার ১৫ দিনের জরুরি অবস্থা জারি করা হয় স্পেনে। এরপর থেকে দেশটির মানুষ খাবার ও ওষুধ কেনা এবং চিকিৎসা সেবা নেওয়া ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।

[৭] এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭২০ জনে।মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হজার ৫৭২টি। ইউরোপের ইতালির পর স্পেনেই করোনার আঘাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত।

[৮] প্রধানমন্ত্রী শানচেজ সতর্ক করে বলেছেন, আগামী দিনগুলোতে এই মহামারি আরও প্রকট আকার ধারণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়