শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এখনই নির্বাচক হতে চাই না: রাজ্জাক

যুগান্তর : [২] দেশের অন্যতম সেরা স্পিনার আব্দুর রাজ্জাক। জাতীয় দলের এ তারকা ক্রিকেটারকে নির্বাচক হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনই ক্রিকেট ছেড়ে দিয়ে নির্বাচক হতে চান না রাজ্জাক।

[৩] রোববার সংবাদ মাধ্যমকে রাজ্জাক বলেন, আমি বিসিবিকে এখনও কিছু জানাইনি। সময় নিয়েছি। সময় লাগবে। জানেনই তো কাজটা কঠিন। এখন বললাম, এখনই ক্রিকেট ছেড়ে দিলাম। এই একটা ব্যাপার তো আছেই। তাছাড়া এখন লিগ চলছে। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানতে চাওয়া হয়েছে আমি আগ্রহী কি না, কতদিন খেলার ইচ্ছা আছে। এভাবে তো হুট করে ফোনে বলা যায় না যে, কতদিন খেলব কিংবা খেলব না।

[৪] জাতীয় দলের হয়ে ১৫৩টি ওয়ানডে, ৩৪টি টি-টোয়েন্টি আর ১৩টি টেস্ট সবমিলে ২০০ ম্যাচে ২৭৯ উইকেট শিকার করা রাজ্জাক আরও বলেন, অবশ্যই নির্বাচক হিসেবে কাজ করার ইচ্ছা আছে। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের পর চিন্তা করব। এখন এ বিষয়ে চিন্তা করলে খেলার ওপর প্রভাব পড়বে। আমি একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। সেই দায়বদ্ধতা রয়েছে। তবে অবশ্যই আমি এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছি।

[৫] ২০০৪ সালে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল বাঁ-হাতি স্পিনার আবদুর রাজ্জাকের। সবশেষ ২০১৮ সালে ঢাকায় শ্রীলংকার বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারের ১৩তম টেস্ট ম্যাচ।

[৬] ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে এখনও বিদায় নেননি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে খেলছেন মোহামেডানের হয়ে।

[৭] জাতীয় দলের এ তারকা ক্রিকেটারকে সম্প্রতি প্রস্তাব দেয়া হয়েছে ক্রিকেটারদের নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের। জাতীয় দলের সহকারী বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনের মাধ্যমে প্রস্তাব পান রাজ্জাক। রাজ্জাককে নির্বাচক হওয়ার প্রস্তাব দেয়া প্রসঙ্গে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, কয়দিন আগে হাবিবুল বাশারের সঙ্গে আব্দুর রাজ্জাক প্রসঙ্গে আলোচনা করছিলাম। নির্বাচক হওয়ার জন্য ওর আগ্রহ আছে কি না জানার জন্য। হাবিবুল বাশার এই বিষয়ে রাজ্জাককে জিজ্ঞেস করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়