শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে ফাঁকা হয়ে যাচ্ছে রাজশাহী

মঈন উদ্দীন: [২] করোনা আতঙ্কে ফাঁকা হয়ে যাচ্ছে বিভাগীয় নগরী রাজশাহী। অঘোষিতভাবে বন্ধের উপক্রম বিপনী-বিতান। এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সন্ধান না মিললেও বাড়তি সতর্কতায় বন্ধ করে দেয়া হয়েছে দূরপাল্লার বাস চলাচলও। ফলে থমকে গেছে জনজীবন । দেশজুড়ে করোনাআতঙ্কে এখন ঘরমুখী মানুষ। নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না বেশির ভাগই। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি, সভা-সমাবেশসহ সব ধরনের অনুষ্ঠানও বন্ধ।
[৩] এদিকে, এখনো দেশের সকল জেলায় বাস যোগাযোগ স্বাভাবিক থাকলেও করোনা ভাইরাস সতর্কতায় রাজশাহীতে আগেভাগেই ঢাকাসহ সকল দূরপাল্লার রুটে বাস চলাচলও বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।রাজশাহী সড়ক পরিবহন গ্রæপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল ইসলাম টিটু জানান, ‘করোনা ভাইরাসের আতঙ্কে লোকজন বাড়ি থেকে আর বের হতে চাচ্ছে না। ফলে রাস্তাঘাটে যাত্রী মিলছে না। এছাড়া চালক ও শ্রমিকদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। তাই বাস চলাচল আপাতত বন্ধ রয়েছে।
[৪] তবে রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক জানিয়েছেন, রাজশাহীতে এখনো করোনা আক্রান্ত রোগীর সন্ধান নেই।কিন্তু সরকারি সিদ্ধান্ত ছাড়া নিজ উদ্যোগেই বাড়তি সতর্কতা হিসেবে সড়ক পথের যোগাযোগব্যবস্থা সীমিত করেছে পরিবহন মালিক-শ্রমিকরা। তবে স্বাভাবিক থাকবে পণ্য পবিরহন।এছাড়া সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তাই হয়তো মার্কেট বা বাজারে মানুষ কমে গেছে।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্যমতে, শনিবার পর্যন্ত রাজশাহীর আট জেলায় বিদেশ থেকে নিজ বাড়িতে ফিরেছে এক হাজার ৭২৪ জন। এদের মধ্যে এখন কোয়ারেনটাইনে আছেন ২২৪ জন প্রবাসী।

মঈন উদ্দীন
রাজশাহী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়