শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামাজিক ভাবে এখনো ছড়াতে শুরু করেনি কোভিড-১৯, তবে বিশ্লেষণে পাওয়া গেলে অবশ্যই ঘোষণা দেয়া হবে, সিলেটে মৃত নারীর করোনা টেস্টের রেজাল হাতে আসেনি, জানিয়েছেন মিরজাদী সেব্রিনা

লাইজুল ইসলাম: [২] রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা নিশ্চিত নয় সিলেটের মৃত নারী কিভাবে মারা গেছেন। তার মৃত্যুর কারণ যানতে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি। পরীক্ষার রেজাল্ট এখনো হাতে আসেনি।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা হয়েছে এমন সন্দেহে ওই নারীর সৎকারের বিষয়ে আন্তর্জাতিক সব ধরনের প্রটোকল গ্রহণ করা হয়েছিলো।

[৪] অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এর আগে যে দুজন মারা গেছে তাদের বিবিধ রোগ ছিলো। সঙ্গে করোনাও পাওয়া গিয়েছিলো। তারা বয়জেষ্ট ছিলো। একজনের বিদেশী স্বজন থাকলেও আরেকজনের ছিলো না।

[৫] মিরজাদী এক প্রশ্নের উত্তরে বলেন, সামাজিক ভাবে ছড়াচ্ছে ঘোষণার আগে আরেকটু সময় লাগবে। কারণ আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। যারা মারাগেছে তাদের আশপাশের বিদেশ ফেরত লোকজন ও এলাকার খোঁজ খবর ও নমুনা সংগ্রহ করছি।

[৬] নিয়ম অনুযায়ী ৪ দিন আগের সোর্স খোঁজ করতে হয়। কিন্তু যারা মারা গেছে তাদের বিষয়ে ১৪ দিন আগের সোর্স খোঁজ করা হচ্ছে। তারপরও ইনফেকশন হওয়ার সোর্স আমরা খুঁজে পাচ্ছি না। সোর্স খোঁজার জন্য মৃত ব্যক্তিরা ১৪ দিনে কোথায় গেছে সেই সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে।

[৭] যেহেতু তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ শেষ হয়নি। শেষ হলে যদি করোনা দেখা দেয় তাহলে ঘোষনা অবশ্যই আসবে। তবে পূর্ণ তথ্য না নিয়ে ঘোষনা দিলে ওয়ার্ল্ড হেল্থ ওরগানাইজেশন জিজ্ঞেস করলে উত্তর দেওয়া যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়