শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিউটির সময় পুলিশ সদস্যদের মাস্ক, গ্লবস, টুপি পরে ডিউটি করতে সদরদপ্তরের নির্দেশনা

বিপ্লব বিশ্বাস : [২] দেশের থানায় অবস্থানরত পুলিশ সদস্য এবং পুলিশের সাহায্য নিতে আগত ব্যক্তিদের অবশ্যই মাস্ক পরে সাবান দিয়ে হাত ধুয়ে থানা এলাকায় প্রবেশ করতে হবে।

[৩] পুলিশ সদসদপ্তর হেডকোয়ার্টার্সসহ প্রতিটি ইউনিট ও থানায় করোনা প্রতিরোধে এ ধরনের বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ডিউটির সময় মাস্ক, গ্লবস, টুপি ও মোজা ব্যবহার করছে পুলিশ। একইসঙ্গে আগতদের প্রবেশ করানো হচ্ছে হাত ধোয়ার পর।

[৪] পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, ‘বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি পুলিশের ভেতরও সতর্কমূলক নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিটকে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী ইউনিটগুলোয় বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। আড়াই লাখ পুলিশের মধ্যে রোববার পর্যন্ত এই ভাইরাস কারও শরীরে দেখা দেয়নি।

[৫] পুলিশ জানায়, কর্মস্থলে প্রবেশের আগে মাস্ক ব্যবহার করা, নিয়মিত সাবান, হ্যান্ডওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে বাধ্যতামূলক করা হয়েছে। নিজেদের মধ্যে সমাগম না করার জন্যও বলা হয়েছে। একই জায়গায় গাদাগাদি করে যেন থাকতে না হয়, সেজন্য পুলিশ সদস্যদের বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়েছে।

[৬] এদিকে, রাজধানী ঢাকাসহ দেশের জায়গায় জনসমাগম না করার জন্য প্রচারণা চালানোর কৌশল হিসেবে মাইকিং, স্থানীয় ক্যাবল নেটওয়ার্ক ব্যবহার করছে পুলিশ। করোনার বিভিন্ন দিক সম্পর্কেও সচেতন করছে তারা। থানার গেটের সামনে করোনার পরিচয় ও এই ভাইরাস থেকে পরিত্রাণের উপায় সংবলিত ব্যানার টানানো হয়েছে। থানায় আগত লোকজনের হাত ধোঁয়ার জন্য পানি, সাবান ও স্যানিটাইজার রাখা হয়েছে বলেও পুলিশ জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়