শিরোনাম
◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ন্যাশনাল ডিফেন্স কলেজে অন লাইন ক্লাস অনুষ্ঠিত

ইসমাঈল হুসাইন ইমু: [২] কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় একধাপ এগিয়ে মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) বাংলাদেশ। রোববার অনলাইন লাইভ ক্লাস (সেশন) পরিচালনার মাধ্যমে ৪.০ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল বাংলাদেশের লক্ষে আরও এগিয়ে গেল ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ।

[৩] দেশে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সময়োপযোগী পদক্ষেপ হিসেবে এনডিসি অনলাইন লাইভ ক্লাস চালু করেছে। এ পদ্ধতিতে অতিথি বক্তারা নিজেদের সুবিধাজনক স্থান থেকে বক্তব্য (লেকচার) দেন এবং কোর্স সদস্যবৃন্দ নিজেদের বাড়িতে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করেন এবং একই প্লাটফর্ম ব্যবহার করে পরস্পর মতবিনিময় করেন। ন্যাশনাল ডিফেন্স কোর্সের ৮২ জন সদস্য এবং এএফডব্লিউসি এর ৫২ জন সদস্য এ পদ্ধতির সুফল পাচ্ছেন।

[৪] এ যাবৎ ভিডিও কনফারেন্সিং ব্যবসা-বাণিজ্যে এবং অফিসিয়াল কাজে সীমিত পরিসরে ব্যবহৃত হয়ে এসেছে। এনডিসি এর লাইভ ক্লাসের এ প্রয়াস ভিডিও কনফারেন্সিং এর সীমিত ব্যবহারকে বিস্তৃত করছে। এনডিসি কমান্ডান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ এ পদ্ধতিকে বর্তমান পরিস্থিতিতে ‘জ্ঞানচর্চা অব্যহত রাখার একটি সময়োপযোগী ও কার্যকারী উদ্যোগ বলে উল্লেখ করেন। এনডিসি ২০১৯ শিক্ষাবর্ষ থেকে অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট পদ্ধতি এবং কাগজবিহীন শিক্ষার পরিবেশ চালু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়