শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়েট রসায়ন বিভাগ তৈরি হ্যান্ড স্যানিটাইজার ‘চুয়েটাইজার’ বিনামূল্যে জানসাধারণের কাছে বিতরণ

কামরুল ইসলাম বাবু, রাউজান প্রতিনিধি :[২] বৈশ্বিক মহামারি ‘করোনাভাইরাস’ এর প্রাথমিক প্রাদুর্ভাব মোকাবেলায় জীবাণুনাশক ‘হ্যান্ড স্যানিটাইজার’ তৈরি করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রসায়ন বিভাগ। এর নামকরণ করা হয় “চুয়েটাইজার ।

[৩] চুয়েটের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজিয়া সুলতানার নেতৃত্বে বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারী মিলে ১০০মি.লি. সাইজের ৩০০ ইউনিট স্যানিটাইজার তৈরি করা হয়। এটি তৈরিতে বিশ্ব স্বাস্থ সংস্থা অনুমোদিত প্রস্ত‘তপ্রণালী অনুসরণ করা হয়। উপাদানসমূহ হচ্ছে- আইসোপ্রোপানল , গ্লিসারল, হাইড্রোজেন-পারক্সাইড।

[৪] ২২ মার্চ (রবিবার) বেলা ১২.৩০ ঘটিকায় চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম উক্ত হ্যান্ড স্যানিটাইজারের আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে জানসাধারণের মাঝে বিনামূল্যে বিতরণ করেন।

[৫] এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমরা বর্তমানে একটি বৈশ্বিক মহামারি মোকাবেলা করছি। সরকারের একার পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। সেজন্য আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে সচেতনতার পাশাপাশি করোনাভাইরাসের আক্রমণ ঠেকাতে ভূমিকা রাখা।

[৬] চুয়েটের রসায়ন বিভাগের হ্যান্ড স্যানিটাইজার তৈরি সে রকম একটি উদ্যোগ। আমরা এসব স্যানিটাইজার বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে বিতরণ করে আমাদের অবস্থা থেকে ভূমিকা রাখতে চাই। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়