শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচক প্যানেলে যুক্ত হতে রাজ্জাককে বিসিবির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : [২] দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলেছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক। এছাড়া ঘরোয়া ও প্রথম শ্রেণির ক্রিকেটের পরিসংখ্যান বিচারে তার ধারেকাছে নেই কেউ। রাজ্জাকের এই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বোর্ড, তাই অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারকে দেওয়া হয়েছে নির্বাচকের ভূমিকা নেওয়ার প্রস্তাব।

[৩] রাজ্জাককে নির্বাচকের প্রস্তাব দেওয়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এক দৈনিক গণমাধ্যম। প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলছিলেন রাজ্জাক। করোনাভাইরাসের কারণে লিগ এখন বন্ধ। রাজ্জাক প্রস্তাবের ব্যাপারে ভাবতে একটু সময় চেয়েছেন।

[৪] প্রতিবেদনে রাজ্জাক বলেন, ‘হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে। একটু ভেবে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়েছি। প্রিমিয়ার লিগের খেলা শেষ করে জানাতে চেয়েছিলাম। লিগের খেলাও তো স্থগিত হয়ে গেল। এখন বিষয়টি নিয়ে ভেবে দেখব। খেলা ছেড়ে দিয়ে নতুন কাজে যেতে হবে। সত্যি কথা বলতে, এটা সহজ সিদ্ধান্ত না। যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া ভালো। তাতে আফসোস থাকবে না।’

[৫] রাজ্জাক ছাড়াও নির্বাচক প্যানেলের একটি পদের জন্য ভাবনায় ছিলেন সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম ও এখনো খেলে যাওয়া শাহরিয়ার নাফীস। সার্বিক বিবেচনায় রাজ্জাকই তিনজনের মধ্যে সবচেয়ে এগিয়ে। বোর্ডের প্রস্তাবে রাজি হয়ে গেলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বে আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গী হবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়