শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১)তাবলিগ জামাতের আমীরের বলাৎকারের শিকার ৪ এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট :(২) টেকনাফে এসএসসি পরীক্ষা দিয়ে অবসর সময়ে তাবলিগ জামাতের চিল্লায় গিয়ে ৪জন পরীক্ষার্থী কথিত আমীরের বলাৎকারের শিকার হয়েছে। তাদের মধ্যে ২ জন হ্নীলা জাদিমোরা এবং ২ জন চকরিয়ার বলে জানা গেছে।

(৩) শনিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর থানার বেলতলী গোরস্থান মসজিদে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী এক তাবলিগ কর্মীকে ঘুমন্ত অবস্থায় কথিত আমীর ফিরোজ বলাৎকারের সময় বলাৎকারের শিকার যুবকসহ পাশে ঘুমন্ত অন্যরা ধরে ফেলে। তখন আমীর সবার হাত-পা ধরে ক্ষমা প্রার্থনা করলে মসজিদের ভেতরে হৈ-চৈ সৃষ্টি হয়। তখন মসজিদের পাশের বাসিন্দারা এগিয়ে এসে এই বিষয়টি জানতে পেরে ক্ষুদ্ধ হয়ে উঠে উক্ত আমীরকে গণধোলাই দেন এবং পুলিশে দেওয়ার নামে নিয়ে যান। গৌরীপুর থানার ওসি বলেন, সকাল পর্যন্ত এই ধরনের কোন ব্যক্তিকে থানায় সোর্পদ করা হয়নি।

(৪)গত ৬ মার্চ ময়মনসিংহের গৌরীপুর থানার বেলতলী গোরস্থান মসজিদে টেকনাফ হতে এক চিল্লায় যাওয়া জাদিমোরা এলাকার তাবলিগ জামাতের কথিত আমীর ফিরোজের নেতৃত্বে ১৫জন এসএসসির ফল প্রত্যাশীসহ ১৯জনের একটি দল অবস্থান করেন। বিগত ১৪দিনে ৪জন এসএসসি ফল প্রার্থীকে আমীর বলাৎকার করে।

(৫) ফিরোজ এক সময় টেকনাফের হ্নীলা জাদিমোরা সীমান্তে সিন্ডিকেটের মাধ্যমে আদম পারাপার, চোরাচালান ও ইয়াবার চালান খালাসে সক্রিয় ছিল। ইয়াবা ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার হওয়ার পর তিনি তাবলিগ জামাতে গিয়েই আমীর হয়ে যান।
সূত্র- ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়