শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতি : বেটার লেট দ্যান নেভার

ডা. এম আবুল হাসনাৎ মিল্টন: চীনের হুয়ানে কোভিড-১৯ রোগী ধরা পড়ে গত ডিসেম্বরের শেষ দিকে। পুরো জানুয়ারি মাস জুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে এই রোগটি ছড়াতে থাকে। ফেব্রুয়ারিজুড়ে বিশেষজ্ঞরা পৃথিবীব্যাপী এই রোগের মহামারী নিয়ে নানা আশঙ্কা ব্যক্ত করতে থাকেন। এগারোই মার্চ বিশ্ব স্বাস্থ্যসংস্থা কোভিড-১৯ রোগটিকে প্যানডেমিক ঘোষণা করে। পৃথিবীর অনেক দেশ জানুয়ারি- ফেব্রুয়ারিজুড়ে নিজেদের দেশের সম্ভাব্য কোভিড-১৯ ঝুঁকি বিবেচনায় সাধ্যমতো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নিজেদের দেশের জন্য ‘বসবৎমবহপু ৎবংঢ়ড়হংব ঢ়ষধহ’ ঠিক করেছেন।

আমরা এ সময়ে emergency response plan -এ ছিলাম। আমাদের ‘গুরুত্বপূর্ণদের’ ধারণা ছিল, করোনা আমাদের কিছুই করতে পারবে না। আমরা আত্মতুষ্টিতে মগ্ন ছিলাম। তেমন কোনো আউটপুট ছাড়াই আমরা কেউ কেউ মিটিংয়ের পর মিটিং করেছিলাম। বাংলাদেশে সরকারিভাবে প্রথম কোভিড কেস শনাক্ত হয় ৮ মার্চ। গত ১০ মার্চ স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডাক্তারসহ সকল স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই কেনার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়। সেই চিঠির ব্যাপারে আজ ঢাকায় মিটিং হবে। এই একটি ঘটনাই বলে দেয়, আমাদের প্রস্তুতি কেমন ছিল, উদাসীনতা কোন পর্যায়ের ছিল! পর্যাপ্ত সময় পেয়েও আমরা যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছি। আমরা পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে ও করাতে ব্যর্থ হয়েছি। আমাদের এই সীমাবদ্ধতা স্বীকার করেই করণীয় নির্ধারণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের দুয়েকজন জুনিয়র কর্মকর্তাকে দিয়ে টেলিভিশন বা ফেসবুকে মিথ্যাচার করলেই সমস্যার সমাধান হবে না। সত্যকে অস্বীকার করলে কিংবা প্রকৃত তথ্য আড়াল করলেই সম্ভাব্য কোভিড-১৯ ঝড় থেমে থাকবে না। আমাদের উদাসীনতায় লোকালয়ে ইতোমধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য কোভিড-১৯ ঝড় থামাতে হলে যা যা করার দরকার, তা-ই করতে হবে। আমাদের জন্য এখন প্রযোজ্য হলো, বেটার লেট দ্যান নেভার। গুড লাক বাংলাদেশ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়