শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের সুসংগঠিত, পরিকল্পিত প্রতিরোধ ব্যবস্থাই একমাত্র পথ

পীর হাবিবুর রহমান: চীনের ভয়াবহতা থেকে করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় কিছুই করেনি, অক্ষম মন্ত্রীদের কথার ভাইরাস আর নয়, সিইসি নির্বাচন করবেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই শেষ ভরসা এটা মানুষ জানতো। মাঝখানে কয়েকজন অক্ষম মন্ত্রীর অতিকথনের ভাইরাসে মানুষ বিষাদের মাঝেও ক্ষুব্ধ। করোনাভাইরাসের মতো ভয়াবহ আক্রমণের মুখে অচল পৃথিবীর বিষাদগ্রস্ত মানবজাতির সঙ্গে আমাদের জনগণও অতিষ্ঠ। চীনের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে করোনা প্রতিরোধে প্রস্তুতি গ্রহণে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। এমনকি প্রয়োজনীয় উপযুক্ত কোয়ারেন্টাইন ও বিদেশফেরতদের সেখানে টানতেও পারেনি। করোনা পরীক্ষার কিট, চিকিৎসকের সুরক্ষা সরঞ্জাম, ল্যাব, পর্যাপ্ত করোনা চিকিৎসার হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার করা দূরে থাক, যে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করবেন তাদের নিরাপদে চিকিৎসা সেবাদানের নিরাপত্তা সরঞ্জামাদিই নিশ্চিত করতে পারেনি। এর মধ্যে একেক মন্ত্রীর বাহাদুরি বক্তব্য, প্রবাসীদের তাচ্ছিল্য, থেকে চীনের মতো রাতারাতি করোনার হাসপাতাল বানাবার দম্ভোক্তির রেকর্ড গড়েছেন।

বিদেশ থেকে যারা এসেছেন তাদের পরীক্ষা ও কোয়ারেন্টাইনে নিতে পারেননি। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই ভূমিকা নিলেন। কঠোর সিদ্ধান্ত নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন। সারাদেশে করোনা পরীক্ষার কিট ও চিকিৎসকের সুরক্ষা সরঞ্জামাদি পাঠিয়েছেন। এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বিদেশ থেকে করোনা পরীক্ষার এক লাখ কিট ও চিকিৎসকদের সুরক্ষার পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট দশ লাখ আমদানির নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনীকেও কোয়ারেন্টাইনের দায়িত্বে দেওয়া হয়েছে। এজন্য মানুষের আস্থা বাড়ছে।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন। চিকিৎসকদের পাশে থাকুন। মনোবল রাখুন। সচেতন মানবিক হোন। ভয়াবহ করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী, চিকিৎসক মানুষ এক মোহনায়, দায়িত্বহীন মন্ত্রীরা কথা কম বলুন। শ্রীলংকা জাতীয় নির্বাচন বন্ধ করলেও আমাদের সক্ষম সিইসি গুরুত্বহীন নির্বাচন করছেন। প্রচারণা হচ্ছে। বাহ! কী নিদারুণ উপহাস। আরেকদিকে কাবাঘরসহ সৌদির কারুকার্যময় মসজিদে জামাতে নামাজ যেখানে বন্ধ, সেখানে আমাদের রাজপথে জুমার নামাজ হচ্ছে। জাপানের ওষুধ কার্যকর হচ্ছে, কিউবার ওষুধও। প্রেসিডেন্ট ট্রাম্প সর্বশেষ যে ওষুধ অনুমোদন দিয়েছেন সেটিও আমাদের দেশে আছে। আমাদের সুসংগঠিত পরিকল্পিত প্রতিরোধ ব্যবস্থাই একমাত্র পথ। জনগণের সচেতন সতর্কতা জোরদার দরকার। নিত্যপণ্যের মজুদ ও দাম বাড়ানোর অসুস্থ মুনাফালোভীদের প্রতিরোধ দরকার। সবাইকে মানবিক হওয়ার বিকল্প নেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়