শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে প্রতারণাকারী আটক

সুজন কৈরী : [২] রাজধানীর দক্ষিণখানের আশকোনা পানির পাম্প এলাকা থেকে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফুর রহমান আরিফ (২৮) নামের একজনকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন মডেলের তিনটি মোবাইল ফোনসেট, বিভিন্ন অপারেটরের ৪২টি সিম কার্ড, রবি ও গ্রামীণ ফোনের দুটি ছবি সম্বলিত আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

[৩] শনিবার ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশনের শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিমেন এডিসি আশরাফউল্লাহ বলেন, আটক যুবক নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে ট্রাফিক বিভাগসহ বিভিন্ন স্থানে তদবির করতেন। গোপন তথ্যে জানতে পেরে শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

[৪] আশরাফউল্লাহ আরও জানান, পুলিশ সদস্য পরিচয়ে বাস ও ট্রেনের টিকিট ক্রয় করা সহজ হয়। এছাড়া বিভিন্ন দোকানে পুলিশ সদস্য পরিচয় দিলে দোকানিরা সম্মান করেন এবং পণ্যের দাম কিছুটা কম নেন। কুড়িগ্রাম যাওয়ার জন্য টিকিক না পাওয়ায় একপর্যায়ে আরিফ নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে টিকিট সংগ্রহ করেন। তখন থেকে তিনি পুলিশ পরিচয়ে প্রতারণা শুরু করেন। বিভিন্ন থানায় এবং ট্রাফিক পুলিশের কাছে তদবির করে অবৈধ সুবিধা চাইতে শুরু করেন। বিষয়টি জানার পর তদন্ত করে আরিফকে আটক করা হয়।

[৫] আরিফের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়