শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৩:৪৬ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-১০, বাগেরহাট ও গাইবান্ধায় অনুষ্ঠিত নির্বাচন অবিলম্বে বাতিল করে পুনঃনির্বাচনের দাবি বিএনপির

শিমুল মাহমুদ : [২] নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেছেন, এই নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে তাদের অবস্থান কোথায় সেটাও তারা বুঝে না বলে তারা এসব কাজ করে। জাতীয় দুযোর্গের মধ্যে এরকম নির্বাচন কি করে হয়।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে তিনটি আসনে উপ-নির্বাচন আজকে হয়ে গেলো-আমরা বলেছিলাম নির্বাচনটা বন্ধ করতে। নট ইভেন টু পারসেন্ট কাস্টিং হয়নি। একেবারেই ভোটার নেই। তারপরে আবার আমাদের দলের এজেন্টদেরকেও বের করে দেয়া হয়েছে।

[৪] আতঙ্ক না ছড়িয়ে করোনাভাইরাস মোকাবিলায় দলমতনির্বিশেষে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছে তিনি বলেন, এই মোকাবিলা করতে গিয়ে আমাদের যা যা কাজ করা দরকার সেই কাজগুলো আমরা যেন করি। আমরা স্পষ্ট করে বলতে চাই- জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এই বৈশ্বিক বিপর্যয়কে মোকাবিলা করতে হবে।

[৫] শনিবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই আহবান জানান।

[৬] ব্যবসায়ীদের প্রতি আহবান রেখে বিএনপি মহাসচিব বলেন, আমি অনুরোধ জানাবো ব্যবসায়ীদের প্রতি, দয়া করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি করবেন না। মানুষের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন।

[৭] করোনাভাইরাস মোকাবিলায় প্রাক-প্রস্তুতি না থাকার জন্য ‘সরকারের ইচ্ছাকৃত উদাসীনতা ও ব্যর্থতা’কে দায়ী করেন তিনি। করোনা ভাইরাস শনাক্তকরণ কিট, চিকিৎসকদের বিশেষ পোষাক সরবারহ, তাদের প্রশিক্ষনসহ হাসপাতালে এই রোগের আক্রান্তদের স্বাস্থ্য সেবার বিষয়ে সরকারের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান ফখরুল।

[৮] ‘প্রান্তিক-নিম্ন আয়ের মানুষদের ভাতা প্রদানের দাবি’ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনাভাইরাসের আতঙ্কে ব্যাপক প্রভাব পড়ে গেছে। তথ্য মতে ২ জন মারা গেছেন এই পর্য্ন্ত, ২৪ জন আক্রান্ত হয়েছেন। এতে গোটা শহর খালি হয়ে গেছে। আমি আজকে বেরিয়েছিলাম গ্রীন রোড, ধানমন্ডি এসব এলাকায় দিয়ে এসেছি। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্থ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষেরা যারা রিকসা চালায়, যারা সিএনজি চালায়, নির্মাণ শ্রমিকেরা যারা।

[৮] তিনি বলেন, আমরা আরো আশঙ্কা করছি, ইতিমধ্যে গার্মেন্টসের যে ডিমান্ড বিদেশে থেকে আসে সেই চাহিদা বাতিল হয়ে গেছে। এতে করে মালিকেরা ভয়াবহ দুশ্চিন্তার মধ্যে আছেন যে, গার্মেন্টসের শ্রমিকদের বেতন কিভাবে দেবেন। আমরা মনে করি নিম্ন আয়ের মানুষেরা, দিনমজুর, নির্মাণ শ্রমিক এই সমস্ত নিম্ন আয়ের মানুষদেরকে সরকারের তরফ থেকে ভাতা প্রদান করা উচিত। নিম্ন আয়ের মানুষের জন্য আপদকালীন পারিবারিক ভরণভোষন ও বিশেষ ভাতা-বীমার ব্যবস্থা সরকারকেই করতে হবে। এটা করা অত্যন্ত জরুরী।

[৯] গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠকে সভাপতিত্ব করেন লন্ডন থেকে স্কাইপে যুক্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়. নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়