শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত, অসাধু ব্যাবসায়িদের জরিমানা

সুজিৎ নন্দী: [২] করোনা ভাইরাস উদ্বেগকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যাবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে বিক্রি এবং জনগণে ভোগান্তি নিরসনে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে।

[৩] শনিবার বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে একযোগে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে অঞ্চল ৪ এর আওতাধীন ২ টি বাজার এ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত মূল্য তালিকা না থাকায় ও বেশি মূল্যে দ্রব্য বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে।

[৪] অন্যদিকে মিরপুর-১১ নং বাজার, পল্লবীর মসলিন বাজার এবং মিরপুর-১ নং বাজারে তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ জন চাল ব্যবসায়ি ও ১ জন পেয়াজ ব্যাবসায়িকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এধরনের কাজ না করার জন্য মুচলেকা নেয়া হয়।

[৫] কারওয়ান বাজারের চালের বাজার, পেয়াজ আদা রসুন ও মসলার বাজার, আলুর বাজার, ও কাচা বাজার এলাকায় পণ্য বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা সঠিক দামে প্রদর্শন না করার জন্য ৯ জন চাল, পেয়াজ, মসলা ব্যবসায়ী কে বিভিন্ন পরিমাণে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাজার কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের মাধ্যমে বাজারের সকলের মাস্ক, গ্লাভস পড়া ও স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার এবং জনসমাগম এড়িয়ে চলা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়