শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ নজরদারি ও সর্তকতা

এম. আমান উল্লাহ , কক্সবাজার প্রতিনিধি: [২] করোনা মোকাবেলায় উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে নেয়া হয়েছে বিশেষ নজরদারি। সেই পরিপেক্ষিতে ক্যাম্পে নতুন করে বিদেশ থেকে আগতদের যাতায়াত নিষেধ করা হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার এমনটাই জানিয়েছেন অতিরিক্ত ত্রাণ ও পুনর্বাসন কমিশনার এসএম শামসুজ্জোহা।

[৩] তিনি বলছেন, ইতিমধ্যে বিদেশিদের ক্যাম্পে গমনাগমনসহ অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। যারা এসেছেন তাদের ভ্রমণবৃত্তান্ত চেক করা হচ্ছে। এছাড়া যারা বিদেশি নাগরিক রয়েছেন তাদের ক্যাম্পে যাতায়াতে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে জনসমাগম এড়াতে রয়েছে বিশেষ পরিকল্পনা। বিশেষ করে, স্কুল-মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা দেয়া হয়েছে। ক্যাম্পে কোন প্রকার জনসমাগম যাতে না হয় সে বিশেষ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনাও জারি করা হয়েছে।

[৪] তিনি আরো জানান, বিভিন্ন ডিস্ট্রিবিউশনে সুনির্দিষ্ট ব্যক্তি না হলে বিতরণ বন্ধ রাখার জন্য বিভিন্ন ক্যাম্পে ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। যারা দৈনন্দিন রেশন বিতরণ করে সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিতরণ করতে হবে। সেই অনুযায়ী কাজ চলছে। বিশেষ করে খাদ্যদ্রব্য ও এলপি গ্যাস বিতরণে সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়েছে। তাই আশা করছি সবাই মিলে করোনা প্রতিরোধে সক্ষম হবো।

[৫] তিনি জানান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিভিন্ন আন্তর্জাতিক দেশীয় এনজিওগুলো কাজ করছে। ইতিমধ্যে মিটিং করে তাদের সতর্কতা অবলম্বন করতে জানিয়ে দেয়া হয়েছে। এ ছাড়া সম্ভাব্য করোনা মোকাবেলায় আইসোলেশন সেন্টারের জন্য হেলথ ইউনিট বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিছু কিছু বেড তাদের জন্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। এখন পর্যন্ত কেউ আক্রান্ত হননি জানিয়ে তিনি বলেন, কেউ আক্রান্ত হলে আইসোলেশনে রাখার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। কাউকে যদি সন্দেহ হয় তাহলে কোয়ারেন্টাইনে রাখা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়