শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত আরো একজনের মৃত্যু, মোট আক্রান্ত ২৪, কোয়ারেন্টাইনে ১৪ হাজার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

লাইজুল ইসলাম ও শাহীন খন্দকার: [২] জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যসেবায় নিয়োজিত সকলের ছুটি বাতিল । করোনা নিয়ে ২ মাস ধরে কাজ করছি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। পদক্ষেপ জোরদার করা হয়েছে।

[৩] ইতোমধ্যে প্লেনে আসা যাওয়া বন্ধ হয়েছে। অস্বাভাবিক সৃষ্টি হলে সিদ্ধান্ত নেয়া হবে।

[৪] করোনায় নতুন করে আরো ৪ জন আক্রান্ত হয়েছে । এদের নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৪ জন।

[৫] বিভিন্ন জেলায় কোয়ারেন্টাইনে আছে ১৪ হাজার। ১ মার্চ থেকে যারা এসেছেন তাদের লিস্ট নেয়া হয়েছে বিমান থেকে। মার্চের আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এসেছেন তাদের ৬০ দিন পেরিয়েছে।

[৬] শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ও প্লাষ্টিক ইনষ্টিটিউড ও হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। থার্ড ফেইস হিসেবে থাকছে দিয়াবিড়ি ও উত্তরা থার্ড। আমর্ড ফোর্স এটা ম্যোনেজ করবে।

[৭] টেস্ট মেশিন আটটা ছিলো। আরো ৭টি মেশিন নিয়ে এসেছি। । নতুন আইসিইউ ১০০টি। অল্প সময়ের মধ্যে ৩৫০টি স্থাপন করা হবে। সব মিলিয়ে ৪০০ আইসিইউ প্রস্তুত করতে সক্ষম হবো।

[৮] টিপিপি মাস্ক কয়েক লক্ষ হাতে এসেছে। চীনের সরকার জানিয়েছেন টেস্ট কিট আরো ১০ হাজার ও তিন লাখ মাস্ক দিবে । চায়নাতেও বড় সংখ্যায় অর্ডার করা হয়েছে। তা বিমানে চলে আসবে।

[৯] চায়না থেকে এক্সপাট এনে ডাক্তারদের ব্রিফ করা হবে।

[১০] কেউ যেন গুজব ছড়িয়ে প্যানিক করতে না পারে। বিয়ে খেলধুলা বন্ধ রাখার আহ্বান জানান।

[১১] শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংএ এসব কথা বলেন । সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়