শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৭:৫৩ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাল-গমে কোনো সংকট হবে না অযথা মজুদের প্রয়োজন নেই, বললেন খাদ্যমন্ত্রী

তাপসী রাবেয়া : [২] করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিগগিরই ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

[৩] বাজারে চালের বাজার অস্থিতিশীল বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে যারা কৃত্রিম মজুদ তৈরী করছেন তাদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় ভোক্তাদের উদ্দেশ্যে বলেন, অযথা দু-তিন মাসের চাল মজুদ করার দরকার নেই।'

[৪] মন্ত্রী বলেন, কোনো ব্যবসায়ি বা মিলার যদি বর্তমান পরিস্থিতিকে পুঁজি হিসেবে ব্যবহার করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে সরকার কোনোক্রমেই চুপচাপ বসে থাকবে না। 'আমাদের শুধু পর্যাপ্ত খাদ্য মজুদই নয়, আমরা ওএমএসে চাল বিতরণের জন্য মিলারদের চিঠি দিয়েছি। তারা চাল নিয়ে বাজারে বিক্রি করবেন। এবং আমাদের আটা বিক্রি সব সময় চলছে, চলবে।'

৫] তিনি জানান, এ মুহূর্তে দেশে ১৭ লাখ ৩৯ হাজার ৪৯৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। যার মধ্যে গম ৩ লাখ ১৯ হাজার মেট্রিক টন, বাকি সব চাল। গত বছর এ মজুদের পরিমাণ ছিল ১৫ লাখ ৪৪ হাজার মেট্রিক টন।

[৬] প্রয়োজনে চাল আমাদানি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। মন্ত্রী আরও জানান আর মাত্র ২৫ দিন পর হাওরের ধান পাওয়া যাবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই।

[৭] ২৫টি মনিটরিং টিম কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তা আরও বাড়াবো। শুধু খাদ্য মন্ত্রণালয় নয়, বাণিজ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সেলও মনিটরিং করছে। আমরা শক্ত অবস্থানে আছি।

৮] মন্ত্রী আরও জানান, আমরা স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়, ব্যবসায়ি এবং এফবিসিসিআইসহ সব জায়গায় চিঠি দিচ্ছি। আমরা অসাধু ব্যবসায়িদের ধরতে পারলে কী ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, আপনারা তা জানতে পারবেন। সম্পাদনা : তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়