শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাটোরে করোনা আতঙ্কে প্রয়োজনের চেয়ে বেশি পণ্য কিনছে মানুষ

তাপস কুমার, নাটোর প্রতিনিধি: [২] করোনা ভাইরাসের কারনে সব বন্ধ হয়ে যাবে’ এই আতঙ্কে চাহিদার চেয়ে বেশি পূণ্যে কিনে মজুদ করছে সাধারণ মানুষ। শনিবার সকাল থেকে নাটোরের বিভিন্ন বাজারে হুমরি খেয়ে পণ্য ক্রয় করার কারনে বেড়ে গেছে সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

[৩] খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী থেকে সকল রুটে দূর পাল্লার বাস চলাচল বন্ধ ঘোষনার পর সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরী করেছে। পরিবহন বন্ধ থাকলে সকল পণ্যের দাম বৃদ্ধি পাবে, এই আতঙ্কে সকাল থেকেই চাল বাজার, কাঁচা বাজারে অতিরিক্ত পণ্যে ক্রয় করতে হুমরি খেয়ে পড়ে সাধারণ মানুষ। এসময় ৩০টাকা কেজির পেঁয়াজ ৫০ থেকে ৬০টাকা, ২০টাকা কেজির আলু ২৫টাকা, ৫০টাকা কেজির রসুন ১০০টাকায় বিক্রি হয়।

[৪] এদিকে, নাটোরের কানাইখালি পাইকারী বাজারেও বৃদ্ধি পেয়েছে চালের দাম, ৩০/৩৫টাকার চাল বেড়ে দাঁড়িয়েছে ৪০টাকায়।

[৫] এদিকে, খবর পাওয়ার পর সকালে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা নাটোর শহরের কানাইখালীর চাল বাজারে অভিযান চালিয়ে এ নির্দেশ দেন। একই সাথে প্রশাসনের কর্মকর্তারা কাঁচা বাজারগুলোতে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেন। তবে সাধারণ মানুষ দাম বৃদ্ধি আশঙ্কায় অতিরিক্ত পণ্য ক্রয় করার কারনে বাজারে তৈরি হয়েছে কৃত্রিম সংকট।

[৬] অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম বলেন, দেশে কোন পণ্যের ঘাটতি নাই। পর্যাপ্ত পরিমানে পণ্যে মজুদ রয়েছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ অহেতুক দাম বেশি নিলে তাকে আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়