শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পুলিশের নজরদারি

ইসমাঈল হুসাইন ইমু : [২] বিদেশ থেকে আসা প্রবাসীরা হোম কোয়ারেন্টাইনে আছে কিনা তা নজরদারি শুরু করেছে পুলিশ। একই সঙ্গে তারা আদেশ না মানলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

[৩] পুলিশ জানায়, রাজধানীর ৫০ থানা এলাকায় কোনো প্রবাসী এসেছে কি না তার খোঁজখবর নিচ্ছে পুলিশ। তথ্য নিশ্চিত হলেই ওই বাসায় গিয়ে তাদের জন্য পর্যাপ্ত হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে প্রতিদিন বিমানবন্দর দিয়ে যেসব প্রবাসী আসছেন তাদের নাম এবং ঠিকানা বিমানবন্দরের ইমিগ্রেশন সংরক্ষণ করছে। পরে সেগুলো ঠিকানা অনুযায়ী থানায় পৌঁছে দেওয়া হচ্ছে। তারা করোনাভাইরাস বা কেভিড-১৯ এ আক্রান্ত কিনা তা গোপনে পরীক্ষা-নিরীক্ষা করছে। পাশাপাশি বিদেশ ফেরত ব্যক্তির সংস্পর্শে যেন তার স্বজন বা অন্যরা না আসেন সে বিষয়েও সতর্ক করা হচ্ছে।

[৪] সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ইতালি, জার্মানি ও আমেরিকা ফেরত ৩ ব্যক্তি স¤প্রতি দেশে আসেন। তাদের তথ্য নিশ্চিত হয়ে ৩ জনের বাসায় যায় পুলিশ। তারা যেন বাসা থেকে বের না হয় সে নিষেধই নয়, হোম কোয়ারেন্টাইনের সব ব্যবস্থা করা হয়েছে তাদের স্ব-স্ব বাসায়। একই সঙ্গে নজরদারিও করা হচ্ছে। হোম কোয়ারেন্টাইনে তারা যেন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মেনে চলে তাও বলা হয়েছে।

[৫] শাহজাহানপুর ওসি শহীদুল ইসলাম বলেন, গত সপ্তাহে শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় দুজন ইতালি থেকে আসেন। তবে তাদের একজন হোম কোয়ারেন্টাইনে থাকলেও অপরজন এলাকায় ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে বুধবার রাতে নাম ঠিকানার সূত্র ধরে ওই দুজনকে খুঁজে বের করি। এরপর তারা বাসায় যেন হোম কোয়ারেন্টাইনে থাকে সেজন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে তারা ঘর থেকে বের হচ্ছে কিনা সেজন্য নজরদারিও অব্যাহত আছে।

[৬] এছাড়াও ডিএমপির অন্য থানার পুলিশও একইভাবে প্র্বাসীদের হোম কোয়ারেন্টাইনের বিষয়ে সতর্ক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়