শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক শ্রমিকদের হাত ধোয়ার ব্যবস্থা রাখতে বিজিএমইএর নির্দেশ

দেশ রূপান্তর : [২] বাংলাদেশ তৈরি পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) দেশের সব পোশাক কারখানার শ্রমিকদের হাত ধোয়ার ব্যবস্থা রাখতে কারখানাগুলোকে নির্দেশ দিয়েছে। তাছাড়া শ্রমিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সংগঠনটির পক্ষ থেকে নয়টি উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয় জানানো হয়।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাক শিল্পের শ্রমিকদের হাত ধোয়ার ব্যবস্থা রাখা, পর্যাপ্ত পানি ও সাবান রাখা, প্রয়োজনে গরম পানি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সদস্য প্রতিষ্ঠানগুলোকে সার্কুলার দিয়ে স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত করোনাভাইরাস প্রতিরোধে করণীয় নির্দেশিকা কারখানা কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে রঙিন প্রিন্ট করে কারখানার গেটে, নোটিশ বোর্ডে এবং সিঁড়িসহ বিভিন্ন স্থানে লাগাতে বলা হয়েছে।

[৪] তাছাড়া বিজিএমইএ নিজস্ব উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে কী করা যাবে, আর কী করা যাবে না- সে বিষয়ে একটি নির্দেশনা তৈরি করে কারখানাগুলোতে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিজিএমইএ তার সদস্য প্রতিষ্ঠানগুলোকে কারখানার সেফটি কমিটি, পার্টিসিপেশন কমিটি, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা কমিটিকে করোনাভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টির নির্দেশনা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিএমইএ’র উত্তরা অফিসে করোনা কন্ট্রোল রুম খোলা হয়েছে।

[৫] এ ছাড়া গার্মেন্টস শিল্প অধ্যুষিত এলাকায় করোনা পরিস্থিতির নজরদারি ও প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া, সাভার, নবীগঞ্জ, গাজীপুর, শ্রীপুর, মাওনা ডিএমপি এলাকা ও নারায়ণগঞ্জে সংগঠনের কর্মকর্তাদের সমন্বয়ে এলাকাভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। অনুলিখন: মাহমুদুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়