শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত ‘বেবিডল’ খ্যাত কনিকা কাপুর

আমাদের সময় :[২] বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এবার বলিউডেও সেই হাওয়া এসে লাগল। বলিউডের বেবিডল খ্যাত গায়িকা কনিকা কাপুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই গায়িকা নিজেই টুইটবার্তায় জানান, তার করোনাভাইরাসে পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

[৩] ইনস্টাগ্রামে কনিকা কাপুর বলেন, ‘চার দিন ধরে আমার জ্বর হয়েছিল। পরীক্ষা করে দেখলাম আমি করোনাভাইরাসে আক্রান্ত। আমি ও আমার পরিবার এখন কোয়ারেন্টিনে আছি। যাদের সংস্পর্শে গিয়েছি, তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। আমার এয়ারপোর্টে চেক হয়েছিল দশদিন আগে, তখন কিছু ধরা পড়েনি। আমি সুস্থ আছি, সাধারণ জ্বরের মতো একটু লাগছে।'’

[৪] কনিকার বাবা জানিয়েছেন, তিনি দিন দশেক আগে যুক্তরাজ্য থেকে ফিরে লখনউতে নিজের বাড়ি যান। তিনি কানপুরে একটি ও লখনউতে দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেই অনুষ্ঠানে অনেক রাজনীতিবিদ, আমলাসহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসেন।

[৫] এই গায়িকার করোনাভাইরাস ধরা পড়ায় চিন্তিত হয়ে পড়েছেন অনেকে। কীভাবে এত লোকের সঙ্গে যোগাযোগ করে তাদের কোয়ারেন্টিন করা হবে, সেটা ভেবে উঠতে পারছে প্রশাসন।

[৬] ভারতে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রায় ২০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে এখন পর্যন্ত ছয়জন প্রাণ হারিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়