শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনে রাখতে হবে জীবাণু যত বেশি সময় ঠেকিয়ে রাখা যাবে ততোই আমরা সফল হবো

আবদুন নূর তুষার: মুরগির খামার যাতে বার্ড ফ্লু থেকে রক্ষা পায় ও ভাইরাসের আক্রমণ থেকে রেহাই পায় সেজন্য সেখানে জীবাণুমুক্ত রাখার একটি প্রক্রিয়া আছে। সবাইকে জুতা স্যাভলন/ডেটল/সেপনিল মেশানো পানিতে বা জীবাণুনাশকমুক্ত পানিতে ডুবিয়ে নিতে হয়। তারপর একই রকম জীবাণুনাশকওয়ালা চটে সেটা মুছে নিতে হয়। হাত ধুতে হয় সাবান দিয়ে। মুরগিকে প্রয়োজন ছাড়া হাত দিয়ে স্পর্শ করা যায় না। শরীরে ধুলাময়লা নিয়ে প্রবেশ না করাকে উৎসাহিত করা হয়। বার্ড হ্যান্ডলাররা গোসল করে পরিষ্কার কাপড় পরেন। কাজ শেষ না করে শেড থেকে বের হন না। এ রকম আরও কিছু প্রক্রিয়া আছে। প্রত্যেকের বাসাকে মুরগির খামারের মতো চিন্তা করেন এবং সেভাবে কম খরচে, সহজ পদ্ধতিতে জীবাণু বাড়ির বাইরে রেখে আসার ব্যবস্থা করতে হবে।

অপ্রয়োজনে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব বাসায় না আসা ভালো। বাইরে থেকে আসা গৃহকর্মীদের সবার আগে হাত পরিষ্কার ও স্বাস্থ্যবিধি শেখান। প্রত্যেক বাসায় যে বেশি বাসার বাইরে যায়, সেই সবচেয়ে ঝুঁকিতে থাকে ও আপনাদের ঝুঁকিতে ফেলে। তাই যত পারা যায় অকারণে অথবা বারবার বাইরে না যাওয়া ভালো। মনে রাখতে হবে জীবাণুকে যত বেশি সময় ঠেকিয়ে রাখা যাবে ততই আমরা এই লড়াইতে সফল হবো। চাই একটি সমন্বিত কর্মপরিকল্পনা। সেটা যদি বড়কর্তারা করে থাকেন তো ভালো। আমি ও আমার কিছু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক বন্ধুরা মিলে চেষ্টা করছি একটা প্রস্তাবনা তৈরি করতে। সঠিক তথ্য পেতে এফডিএসআরের করোনা বার্তা পেজে যেতে পারেন অথবা আমার পেজে যেতে পারেন। লাইক দিয়ে সাবস্ক্রাইব করলে আরও সহজে নোটিফিকেশন পাবেন। ভালো থাকুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়