শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের কারণে মুম্বাই পুরোপুরি অবরুদ্ধ, জয়পুরে ইতালি প্রবাসীর মৃত্যু নিয়ে ভারতে মৃতের সংখ্যা ৫, মোট আক্রান্ত ২২৩

সাইফুর রহমান : [২] রাজ্যে করোনাভাইরাস সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শুক্রবার এক আদেশে মুম্বাই মেট্রোপলিটন এলাকা অবরুদ্ধ করে দেয়ার ঘোষণা দেয় মহারাষ্ট্র সরকার। ইয়ন, ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস
[৩] প্রদেশের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানান, নাগপুর আন্তর্জাতিক বিানবন্দরসহ শহরের সকল দোকানপাট, অফিস-আদালত এবং বিনোদনকেন্দ্রগুলো আগামি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
[৪] জনসাধারণকে বাড়িঘরে অবস্থান করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, তবে এসময় শহরের ব্যাংক, জরুরি সেবাকেন্দ্র এবং গণপরিবহনগুলো স্বাভাবিকভাবেই চলবে।
[৪] এছাড়া এক টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, আগামি ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের অতিশয় গুরুত্বপূর্ণ ছাড়া বাকি সব কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ।
[৫] প্রধানমন্ত্রী মোদীর জনতা কারফিউর প্রতি সমর্থন জানিয়ে স্থায়ী-অস্থায়ী সব কর্মচারীকে এসময় বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এসময় তাদের বেতনের পুরো অংশই পরিশোধ করা হবে। এছাড়া দিল্লির মেট্রো সার্ভিসও আগামি ২২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান তিনি।
[৬] উল্লেখ্য, ভারতে করোনাভাইরাস সংক্রমণে এপর্যন্ত পাঞ্জাব, দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক এবং রাজস্থানসহ মোট ৫টি রাজ্যে মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া মোট ২০টি প্রদেশে সংক্রমণের পাশাপাশি এপর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন অন্তত ২০জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়