শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিলেন সুনীল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বজুড়ে ভয়ংকর রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। ইতোমধ্যেই এ ভাইরাসকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ক্রীড়াঙ্গনেও পড়েছে এর প্রভাব। বিশ্বজুড়ে প্রায় সকল ক্রীড়া ইভেন্টই এ ভাইরাস আতঙ্কে স্থগিত হয়ে গেছে।

[৩] করোনা আতঙ্কে স্থগিত হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও তা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এ টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে জেগেছে সংশয়। এছাড়া টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের না খেলার সম্ভাবনাও রয়েছে।

[৪] আইপিএল নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। বিদেশি ক্রিকেটারদের খেলা-না-খেলা নিয়ে মন্তব্য করে সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারের তীব্র সমালোচনার শিকার হয়েছেন এ কর্মকর্তা।

[৫] আইপিএলে বিদেশি ক্রিকেটাররা না খেললে টুর্নামেন্টটি মান হারাবে বলে মন্তব্য করেছেন বিসিসিআইয়ের এ কর্মকর্তা। এছাড়া বিদেশি ছাড়া আইপিএলকে সৈয়দ মুশতাক আলী টুর্নামেন্টের সঙ্গে তুলনা করেছেন তিনি।

[৬] তার এ মন্তব্যেই খেপেছেন গাভাস্কার। স্পোর্ট স্টারে নিজের কলামে ভারতীয় এ কিংবদন্তি বলেন, এতকিছু বলার পরও বলতে হচ্ছে, বিসিসিআইয়ের কথিত একজন কর্মকর্তা যখন বলেন, বিসিসিআইকে নিশ্চিত করতে হবে খেলাটা যাতে অনাকর্ষণীয় না হয়। আমরা আরেকটা মুশতাক আলী টুর্নামেন্ট চাইনি, সেটা অবিশ্বাস্য রকম অসহনশীল একটা বিবৃতি।

[৭] গাভাস্কার আরও বলেন, প্রথমত, এটা এক কিংবদন্তিকে অপমান, যার নামে এই টুর্নামেন্টটার নাম দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এতে প্রশ্ন ওঠে, যদি টুর্নামেন্টটা (মুশতাক আলী টুর্নামেন্ট) এত ‘বাজে’ মনে হয়েই থাকে, তাহলে আর টুর্নামেন্টটা আয়োজন করেনই-বা কেন? পাশাপাশি, এই টুর্নামেন্টটা কেন বাজে? অবশ্যই সেটা বিদেশি খেলোয়াড় না থাকার কারণে নয়, বরং সেখানে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলেন না বলেই। বিসিসিআইয়ের এ দিকটাতেও খেয়াল রাখা উচিত। -অধিকার

  • সর্বশেষ
  • জনপ্রিয়