শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফ্রিকা ও উন্নয়নশীল দেশগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে, আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের

ইকবাল খান : [২] জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার এ আশঙ্কা প্রকাশ করে জি ২০ সদস্য দেশগুলোর প্রতি ওইসব দেশগুলোকে সহায়তার আহবান জানান। এনডিটিভি, ইউএননিউজ।

[৩] ভাইরাসের মোকাবেলায় দেশে দেশে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তা এই জটিল বৈশ্বিক সঙ্কট মোকাবেলায় যথেষ্ট নয় বলেও বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

[৪] ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘ মহাসচিব গুতেরেস সাংবাদিকদের বলেন, এটা এমন এক সময়, যখন বড় অর্থনীতির দেশগুলোকে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সমন্বিতভাবে উদ্ভাবনী কর্মপন্থা ঠিক করে কাজে নামতে হবে।

[৫] তিনি বলেন, আমাদের সামনে অপেক্ষা করছে এক বিশ্ব মন্দা, যার মাত্রা হয়ত অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

[৬] ইতোমধ্যে কোভিড-১৯ এ (করোনাভাইরাস) বিশ্বে দশ হাজারের বেশি মানুষ মারা গেছে, আক্রান্ত হয়েছে দুই লক্ষাধিক।

[৭] গুতেরেস বলেন, পুরো বিশ্ব এখন এক ভাইরাসের বিরুদ্ধে লড়ছে। বিশ্বনেতাদের প্রতি তিনি একজোট হয়ে জরুরি ভিত্তিতে এই সঙ্কট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান জানান।

[৮] একইসঙ্গে যেসব দেশ এখনও যথেষ্ট প্রস্তুতি নিতে পারেনি, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়