শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে হবিগঞ্জের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার টাল-মাটাল

শাফিউল আলম (হবিগঞ্জ জেলা প্রতিনিধি) : [২] করোনা ভাইরাসের প্রভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে এই আশংঙ্কায় হবিগঞ্জের বাজারগুলোতে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, যা বাজার পরিস্থিতিকে করেছে টাল-মাটাল। হবিগঞ্জের খুচরা বাজারগুলোতে ঘুরে সরজমিনে দেখা যায় এক দিন আগে ৪০/- টাকায় বিক্রি হওয়া পেয়াজ ৬০-৬৫ টাকা, ৬০-৭০ টাকার রসুন ৮০-৯০ টাকা, আলু কেজি প্রতি ২-৩ টাকা, চাল বস্তা প্রতি ১০০-১৫০/- টাকা বৃদ্ধি পেয়েছে। খুচরা বিক্রেতারা পণ্যের মূল্য বৃদ্ধির জন্য সরবরাহ কম থাকা এবং আড়তদারদের পণ্য মূল্য বৃদ্ধির অজুহাত দেন, যদিও পাইকারী বিক্রেতারা এই অভিযোগ বরাবরের মত অস্বীকার করেন। এছাড়া ব্যবসায়ীরা দাবি করেন ক্রেতা সাধারণ পণ্যের মূল্য বাড়তে পারে এমন গুজবে কান দিয়ে তাদের চাহিদার অতিরিক্ত পণ্য ক্রয় করেছেন। যার ফলে একটি কৃত্রিম সংকট সৃষ্টির সম্ভবনা দেখা দিয়েছে, আর এর ফায়দা তুলে নিচ্ছে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকালে চৌধুরী বাজার কাঁচামাল হাটে ভ্রাম্যমান আদালতের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনা করলে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন পণ্যের দাম স্বাভাবিকে চলে আসে। কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনা হলে এবং নিয়মিত বাজার তদারকি করলে এই উদ্ভব পরিস্থিতি থেকে উত্তরণের উপায় পাওয়া যাবে বলে মনে করেন ভোক্তা সাধারণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়