শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে হবিগঞ্জের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার টাল-মাটাল

শাফিউল আলম (হবিগঞ্জ জেলা প্রতিনিধি) : [২] করোনা ভাইরাসের প্রভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে এই আশংঙ্কায় হবিগঞ্জের বাজারগুলোতে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, যা বাজার পরিস্থিতিকে করেছে টাল-মাটাল। হবিগঞ্জের খুচরা বাজারগুলোতে ঘুরে সরজমিনে দেখা যায় এক দিন আগে ৪০/- টাকায় বিক্রি হওয়া পেয়াজ ৬০-৬৫ টাকা, ৬০-৭০ টাকার রসুন ৮০-৯০ টাকা, আলু কেজি প্রতি ২-৩ টাকা, চাল বস্তা প্রতি ১০০-১৫০/- টাকা বৃদ্ধি পেয়েছে। খুচরা বিক্রেতারা পণ্যের মূল্য বৃদ্ধির জন্য সরবরাহ কম থাকা এবং আড়তদারদের পণ্য মূল্য বৃদ্ধির অজুহাত দেন, যদিও পাইকারী বিক্রেতারা এই অভিযোগ বরাবরের মত অস্বীকার করেন। এছাড়া ব্যবসায়ীরা দাবি করেন ক্রেতা সাধারণ পণ্যের মূল্য বাড়তে পারে এমন গুজবে কান দিয়ে তাদের চাহিদার অতিরিক্ত পণ্য ক্রয় করেছেন। যার ফলে একটি কৃত্রিম সংকট সৃষ্টির সম্ভবনা দেখা দিয়েছে, আর এর ফায়দা তুলে নিচ্ছে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকালে চৌধুরী বাজার কাঁচামাল হাটে ভ্রাম্যমান আদালতের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনা করলে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন পণ্যের দাম স্বাভাবিকে চলে আসে। কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনা হলে এবং নিয়মিত বাজার তদারকি করলে এই উদ্ভব পরিস্থিতি থেকে উত্তরণের উপায় পাওয়া যাবে বলে মনে করেন ভোক্তা সাধারণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়