শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস: নিজের জন্য ‘বাড়তি ব্যবস্থা চান না’ প্রধানমন্ত্রী

বিডিনিউজ : [২] বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্য ‘বাড়তি কোনো ব্যবস্থা চান না’ বলে তার মুখ্য সচিব জানিয়েছেন। করোনাভাইরাস মোকাবেলা নিয়ে বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

[৩] প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তার মুখ্য সচিব আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীকে নিয়ে ওই কথা বলেন।

[৪] তিনি বলেন, “সকালে (বৃহস্পতিবার) মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় উপস্থিত হয়েছিলেন। আমাদের সকলেরই এক ধরনের উৎকণ্ঠা ছিল যে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ঠিকমতো সুরক্ষিত করতে পারছি কি না।

[৫]“মাননীয় প্রধানমন্ত্রী একজন নেতা হিসেবে, বিশ্বনেতা হিসবে… যেটুকু উনার মতামত সেটা হচ্ছে যে, জাতি যেখানে আছে সেখানে আমাকে আলাদাভাবে সুরক্ষিত করার কোনো দরকার নেই। আমি সবার সা থেই আছি। অর্থাৎ এই রকম একটি গাইডলাইন নিয়ে কিন্তু আমরা চলছি। এই রকম সাহস নিয়ে আমরা চলছি।”

[৬] এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়