শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনগরে পুলিশের ওপর হামলায় ৬ পুলিশ আহত : আটক ৩

স্বপন দেব, মৌলভীবাজার: [২] মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পলাতক আসামী ধরতে গিয়ে হামলায় ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হাতকড়াসহ আসামি আবুল মিয়া পালিয়ে গেলেও পুলিশ তাকে পরে গ্রেফতার করেছে। এঘটনায় আহতদের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুনাটিকি গ্রামে মৃত আব্দুল বারীর ছেলে আবুল হোসেন (৫৫) বেশ কিছু দিন আগে ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। সময়মতো লোন পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় গত দু’মাস আগে আদালত তাকে ১ বছরের কারাদন্ড দেন। রায়ের সময় আবুল আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করা হয়।
[৫] গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মার্চ বুধবার রাতে রাজনগর থানার এসআই সিদ্ধার্থ ঘোষসহ একদল পুলিশ আবুল মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান চালায়। পুলিশ আবুল মিয়াকে গ্রেফতার করে হাতকড়া পড়ায়। এসময় আবুলের ভাই আব্দুল আহাদের নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়।
এতে রাজনগর থানার ৬ জন পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন- এসআই সিদ্ধার্থ ঘোষ, এসআই বিনয় ভূষণ চক্রবর্তী, এসআই সুলেমান হোসেন, পুলিশ কন্সটেবল ইব্রাহিম, দিপু সরকার ও অজয় কুমার। আহতদের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
[৬] এদিকে পুলিশের উপর হামলার সময় সাজাপ্রাপ্ত আসামী আবুল মিয়া হাতকড়াসহ পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই তাকে আটক করে। এ ঘটনায় এসআই সিদ্ধার্থ ঘোষ বাদী হয়ে আসামী আবুল মিয়ার ভাই আব্দুল আহাদকে প্রধান আসামী করে ১২ জনের নাম উলে­খসহ ২০ জনকে আসামী করে মামলা (নং-১৩) করেছেন। এদের মধ্যে পুলিশ সৈয়দ আছকান আলী (৪০), আবুল মিয়া (৫৫) ও আবুল মিয়ার স্ত্রী রাবেয়া বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ।
১৯ মার্চ বৃহস্পতিবার বিকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিনয় ভূষণ চক্রবর্তী জানান, মামলার তদন্ত চলছে। ঘটনারপ্রধান হোতা আব্দুল আহাদকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
এব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম জানান, পুলিশ সাজাপ্রাপ্ত আসামি ধরতে গেলে তার আত্মীয়-স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামী আবুল মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়